দৃষ্টিশক্তি না থাকলেও জলের তলায় তাঁর অপার দৃষ্টি! সবাইকে অবাক করে মাছ ধরেন টপাটপ!

Last Updated:

তাঁর জীবন যেন এক দৃষ্টান্ত, যেখানে কঠিন বাস্তবতা এবং অন্ধকারের মধ্যে থেকেও মানুষের ইচ্ছাশক্তি অটুট থাকে। নবীন মালাকার তার গল্পের মাধ্যমে প্রমাণ করেছেন যে, শারীরিক প্রতিবন্ধকতা কখনওই একজন মানুষের শক্তি ও সক্ষমতার প্রতিবন্ধক হতে পারে না।

+
তাঁর

তাঁর জীবন যেন এক দৃষ্টান্ত, যেখানে কঠিন বাস্তবতা এবং অন্ধকারের মধ্যে থেকেও মানুষের ইচ্ছাশক্তি অটুট থাকে। নবীন মালাকার তার গল্পের মাধ্যমে প্রমাণ করেছেন যে, শারীরিক প্রতিবন্ধকতা কখনওই একজন মানুষের শক্তি ও সক্ষমতার প্রতিবন্ধক হতে পারে না। Physically challenged life-story-of-blind man-at-jalpaiguri-nabin-malakar you will surprised to know what he does

জলপাইগুড়ি: পৃথিবীটাই তাঁর কাছে অন্ধকার! তবুও, জ্ঞান, স্মরণশক্তি, এবং এক অদ্ভুত দক্ষতায় নদীতে ডুব দিলেই নানা ধরনের নদীয়ালি মাছ চলে আসে জলপাইগুড়ির বাসিন্দা নবীন মালাকারের কাছে! নদীর তলায় লুকিয়ে থাকা মাছ খুঁজে বের করে তিনি বাজারে বিক্রি করেন। মাটির তলায় তাঁর প্রতিটি পা, প্রতিটি পদক্ষেপ যেন জানিয়ে দেয় কোন মাছ কোথায় লুকিয়ে আছে। এটি তাঁর জীবিকার একমাত্র মাধ্যম—জর্দা, করলা এবং অন্যান্য শাখা নদী থেকে মাছ সংগ্রহ করে সংসার চালান।জীবনের নানা বাধা, অন্ধকার, দুর্দশা সবই পার করে এসেছেন নবীন মালাকার।
জলপাইগুড়ি সদর ব্লকের কনপাখরি সরকারপাড়া এলাকার এই ব্যক্তির জীবনে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল চোখে দেখতে না পাওয়া। কিন্তু এর মধ্যেও তিনি নিজের শক্তি, সাহস আর জীবনের প্রতি ভালোবাসা দিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি যে মাছ ধরেন, সেটা কেবল জীবিকার মাধ্যমই নয়, তার দীর্ঘ ৩০ বছরের সংগ্রামের ফলস্বরূপ। নবীন মালাকার একজন প্রথাগত মাছধারী হিসেবে পরিচিত হলেও, তার জীবনে এক অদ্ভুত সংকট ছিল। চোখে দেখতে না পাওয়া সত্ত্বেও তিনি কখনও নিজের অক্ষমতাকে দুর্বলতা হিসেবে দেখেননি।
advertisement
advertisement
বরং, তার শক্তি ছিল তার স্মৃতি ও শারীরিক দক্ষতায়। সঙ্গী তার লাঠিতার সঙ্গে সব সময় থাকে, যার সাহায্যে তিনি নদীর তলায় সঠিকভাবে নেমে মাছ ধরেন। এর মাধ্যমে তিনি নিজের আত্মবিশ্বাস ও দক্ষতা প্রমাণ করেছেন। প্রায় ৩০ বছর ধরে এই কাজ করে তিনি একদিকে সংসার চালিয়েছেন, অন্যদিকে নিজের পরিবারকে শক্তির উৎস হিসেবে ধরে রেখেছেন। তার তিনটি ছেলে-মেয়ে, যারা এখন বড় হয়েছে, তাদের জীবনে বিয়ে হয়েছে। কিন্তু তার সংসারে আগের মতো এখন আর কেউ তাকে সাহায্য করতে আসে না। তবে, নবীন মালাকারের মনোবল অটুট। তিনি কখনও ভাবেননি, \”আমি পারবনা,\” বরং তার বিশ্বাস ছিল যে জীবনের সমস্ত কঠিন সময় কাটিয়ে সে তার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবে। আজও তিনি নদীতে নেমে মাছ ধরেন।
advertisement
তাঁর জীবন যেন এক দৃষ্টান্ত, যেখানে কঠিন বাস্তবতা এবং অন্ধকারের মধ্যে থেকেও মানুষের ইচ্ছাশক্তি অটুট থাকে। নবীন মালাকার তার গল্পের মাধ্যমে প্রমাণ করেছেন যে, শারীরিক প্রতিবন্ধকতা কখনওই একজন মানুষের শক্তি ও সক্ষমতার প্রতিবন্ধক হতে পারে না।
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দৃষ্টিশক্তি না থাকলেও জলের তলায় তাঁর অপার দৃষ্টি! সবাইকে অবাক করে মাছ ধরেন টপাটপ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement