Kaliyaganj State General Hospital: নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল! বহু পরিষেবা অমিল

Last Updated:

Kaliyaganj State General Hospital: কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল শুধু নামেই, রোগী পরিষেবা বলতে কিছুই নেই। কথায় কথায় রায়গঞ্জ মেডিকেল কলেজে রোগী রেফার করার অভিযোগ এই হাসপাতালের রোগীর পরিজনদের

+
হাসপাতাল

হাসপাতাল

উত্তর দিনাজপুর: নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল। কিন্তু দীর্ঘদিন ধরেই অমিল পরিষেবা। সকাল থেকে দুপুর গড়িয়ে যায়, কিন্তু হাসপাতালে গিয়ে মিলছে না স্বাস্থ্য পরিষেবা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নাম লেখার পরও অনেক সময় ডাক্তার না দেখিয়েই ফিরে যেতে হয় বেশিরভাগ রোগীকে। অথবা অনেক সময় সামান্য কিছুতেই রোগীকে রেফার করে দেওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে।
কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল শুধু নামেই, রোগী পরিসেবা বলতে কিছুই নেই। কথায় কথায় রায়গঞ্জ মেডিকেল কলেজে রোগী রেফার করার অভিযোগ হাসপাতালের রোগীদের। ক্ষোভে এলাকাবাসীরা বলছেন, বর্তমানে রেফার হাসপাতালে পরিনত হয়েছে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল। হাসপাতালে মিলছে না জরুরি পরিষেবা। অন্যদিকে চিকিৎসক, নার্স এবং আয়া মাসিদের দুরব্যবহার প্রায় দিনই শোনা যায় রোগীদের পরিবারের কাছ থেকে। এমনকি হাসপাতালে চারপাশে নোংরা আবর্জনায় ভরে গেছে।
advertisement
advertisement
বারবার বিভিন্ন অভিযোগে সরব হয়ে হাসপাতালের সুপারৃকে ডেপুটেশন দিয়েছেন কংগ্রেস ও সিপিএমের স্থানীয় নেতৃত্ব। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।রোগীর পরিজনদের দাবি, এই সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকের সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম। এছাড়াও গোটা হাসপাতাল চত্বরে আবর্জনায় ভর্তি। জমে আছে জলও, যাতে মশার লার্ভা থাকারও আশঙ্কা। সবমিলিয়ে পরিস্থিতি বেশ বিপজ্জনক।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kaliyaganj State General Hospital: নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল! বহু পরিষেবা অমিল
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement