Death News: হাসাপাতাল থেকে উধাও হয়ে গেল জলজ্যান্ত দেহ! তারপরেই মৃতদেহ মিলল চেল নদীতে... হাড়হিম কাণ্ড
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় কীভাবে একজন রোগী হাসপাতাল থেকে এভাবে গায়েব হয়ে গেলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশ্ন উঠেছে হাসপাতালে নিরাপত্তা নিয়েও।
মালবাজার: সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে চিকিৎসারত রোগী উধাও। মৃতদেহ মিলল মাল মহকুমার চেল নদীতে। ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা। হাসপাতাল সুপারের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবার পরিজনদের। ঘটনা স্থলে মালবাজার থানার বিশাল পুলিশ বাহিনী।
জানাগেছে, বেতগুড়ি চা বাগান এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সী বুধুয়া ওরাও কে গত ১১ তারিখ শারীরিক সমস্যা নিয়ে মালবাজার হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। ১১ তারিখ রাতেও পরিবারের লোকজন তার সাথে কথা বলে বাড়ি চলে যান। ১২ তারিখ সকালে রোগীর ছেলে এসে দেখেন হাসপাতালে বেডে তার বাবা নেই। আশেপাশের রোগীদের জিজ্ঞেস করলেও কেউই কিছু উত্তর দিতে পারেনি। চিন্তায় হন্তদন্ত হয়ে পুরো হাসপাতাল খোঁজেন রোগীর পরিবার, তবে কোথাও কোনো খোঁজ মেলেনি তাদের। জিজ্ঞাসা করেন হাসপাতালে সিকিউরিটি গার্ড এবং অন্যান্য স্টাফদের । দুদিন ধরে বাবাকে খুঁজে না পেয়ে অবশেষে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন রোগীর পরিবার। রোগীর পরিবারের তরফে মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আজ সন্ধ্যাবেলা পুলিশের তরফ থেকে পরিবারের কাছে খবর যায় চেল নদী থেকে একটি দেহ উদ্ধার রয়েছে। সেই দেহ সনাক্ত করতে এসে পরিবারের সদস্যরা দেখতে পান হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া সেই বুধুয়া ওরাও এর দেহ এটি।এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও পরিজনেরা।
advertisement
advertisement
হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় কীভাবে একজন রোগী হাসপাতাল থেকে এভাবে গায়েব হয়ে গেলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশ্ন উঠেছে হাসপাতালে নিরাপত্তা নিয়েও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 11:16 AM IST