রাজবাড়ি যেন 'ভুতুড়ে হাভেলি'! অবিলম্বে হেরিটেজ ম্যাপ চায় জলপাইগুড়ি
Last Updated:
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, দুর্গাপুজোর সময় এই রাজবাড়ির কিছু সামগ্রী, যেমন মুকুট, অস্ত্র ইত্যাদি বাইরে আনা হয়৷ বৈকুণ্ঠপুরের রায়কত পরিবার একসময় নেপালের মোরাং, ইলম অঞ্চল শাসন করতেন৷ রায়কত পরিবার কোচবিহার রাজবংশেরই একটি শাখা৷
#জলপাইগুড়ি: জেলাটির আয়তন নিছক ছোট নয়৷ ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৩১ হাজার ৪৭০৷ ব্রিটিশ আমলে তৈরি এই প্রাচীন জেলার হেরিটেজ সম্পদ কম নেই৷ কিন্তু একের পর এক ভোট-প্রতিশ্রুতি পেরোয়৷ জলপাইগুড়ি শহরে হেরিটেজ ম্যাপ নিয়ে গড়িমসি চলছেই৷ যার নির্যাস, জলপাইগুড়ি শহরের প্রাচীন ভবনগুলি এখন স্রেফ পোড়ো স্থাপত্য৷ চুন, সুড়কি খসে পড়ছে৷ অবহেলিত ইতিহাস৷
জলপাইগুড়ি শহরের মধ্যেই অন্যতম স্থাপত্য হল জলপাইগুড়ি রাজবাড়ি৷ রাজবাড়ির সামনে পৌঁছতেই সব যেন ওলপালট হয়ে গেল৷ ভগ্নপ্রায় একটি প্রাচীন পোড়ো, বটের শিকড় গজিয়ে ওঠা বাড়ি৷ রাজ পরিবারের দম্ভ বহন করছে৷
advertisement
ছবি: সিদ্ধার্থ সরকার
জলপাইগুড়ি রাজবাড়ি বৈকুণ্ঠপুর রাজাদের৷ রাজবাড়ির শেষ রাজা ছিলেন প্রসন্নদেব রায়কত৷ রাজবাড়ির ভিতরে প্রবেশ নিষেধ৷ তাই কৌতুহল নিয়েই ফিরতে হল৷ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, দুর্গাপুজোর সময় এই রাজবাড়ির কিছু সামগ্রী, যেমন মুকুট, অস্ত্র ইত্যাদি বাইরে আনা হয়৷ বৈকুণ্ঠপুরের রায়কত পরিবার একসময় নেপালের মোরাং, ইলম অঞ্চল শাসন করতেন৷ রায়কত পরিবার কোচবিহার রাজবংশেরই একটি শাখা৷
advertisement
রাজবাড়িটির অবস্থা শোচনীয় বললে, কম বলা হয়৷ আশপাশের আবর্জনা যদি এড়িয়েও যাই, তা হলেও খোদ রাজবাড়ির অবস্থা বিপজ্জনক৷ ১৮৯০ সালে তৈরি হয়েছিল এই রাজবাড়ি৷ রাজ ফটক বা গেটটি তৈরি হয় ১৯১১ সালে৷ জলপাইগুড়ির রাজা রাজবাড়ির পাশেই একটি দিঘি তৈরি করেছিলেন৷ আজও রয়েছে সেই দিঘি৷ দিঘি সামনেই রয়েছে একটি মন্দির৷
advertisement
জলপাইগুড়ি রাজবাড়ি ছাড়াও জলপাইগুড়ি শহরে রয়েছে কোচবিহার মহারাজার নাচঘর, ইউরোপিয়ান ক্লাব৷ ২০১৭ সালের ডিসেম্বরে রাজ্য হেরিটেজ কমিশন জলপাইগুড়ি পুরসভাকে হেরিটেজ ম্যাপ তৈরির নির্দেশ দেয়৷ আজও সেই ম্যাপ তৈরি হয়নি৷ যদিও পুরসভা জানাচ্ছে, ম্যাপ তৈরির কাজ এগোচ্ছে৷
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বামেরা ৩৪ বছরে জলপাইগুড়ির হেরিটেজ রক্ষা নিয়ে কোনও উদ্যোগ নেয়নি৷
advertisement
নিয়মানুযায়ী, কোনও স্থাপত্যকে হেরিটেজ স্বীকৃতি দিতে হলে, তা ৭৫ বছরের বেশি পুরনো হতে হয়৷ একই সঙ্গে সংস্কারের সময় ওই স্থাপত্যের মূল কাঠামো পরিবর্তন করা যায় না৷
শহরের প্রবীণ বাসিন্দা অচিন্ত্য বর্মণের বক্তব্য, আমরা চাই জলপাইগুড়ি শহর আরও উন্নত হোক৷ দীর্ঘ দিন ধরেই এই শহর বড় অবহেলিত৷ অন্তত্য হেরিটেজ ম্যাপ তৈরি হলে প্রাচীন স্থাপত্যগুলির সংস্কার হবে৷ পর্যটকরাও জলপাইগুড়ির ঐতিহ্যের স্বাদ পাবেন৷ যে দলই ভোটে জিতুক, আমাদের এই দাবিটি পূরণ করুক৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2019 10:06 PM IST