সময়ে খোলে না গ্রাম পঞ্চায়েত, তালাই ঝুলিয়ে দিল বিক্ষোভকারীরা

Last Updated:

ইচ্ছেমতো অফিসে আসেন পঞ্চায়েতের কর্মীরা। অভিযোগ, হেলদোল নেই খোদ প্রধানেরও।

#মালদহ: ইচ্ছেমতো অফিসে আসেন পঞ্চায়েতের কর্মীরা। অভিযোগ, হেলদোল নেই খোদ প্রধানেরও। প্রতিবাদে মালদহের চাঁচলে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ। নেতৃত্বে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য ও দলীয় কর্মী-সমর্থকরা।
চাঁচলের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মঙ্গলবার সকাল ১১টা বেজে যাওয়ার পরও পঞ্চায়েতের কর্মী, আধিকারিকেরা অফিসে না আসায় ক্ষোভ। প্রতিদিনই নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরিতে কর্মীরা পঞ্চায়েতে আসেন বলে অভিযোগ। এর ফলে পরিষেবা পেতে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। অভিযোগ, এরআগেও বারবার কর্মীদের সতর্ক করেও কাজের কাজ কিছুই হয়নি।
advertisement
advertisement
মঙ্গলবার সকাল ১১টার পর পঞ্চায়েত অফিসে গিয়ে দেখা যায় তালা খোলেনি। অথচ, পঞ্চায়েতের বাইরে বসে রয়েছেন একমাত্র পঞ্চায়েত সচিব। বাকি কোন কর্মী পঞ্চায়েতে আসেননি। এদিকে বিভিন্ন প্রয়োজনে পঞ্চায়েতে এসে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষজন।
ধৈর্যের বাঁধ ভাঙে। এরপরে পঞ্চায়েতের তৃণমূল সদস্য নজরুল ইসলামের নেতৃত্বে পঞ্চায়েতের দরজায় তালা মেরে শুরু হয় বিক্ষোভ। বেলার দিকে অন্যান্য কর্মীরা পঞ্চায়েতে এলেও তাঁদের ঢুকতে দেননি বিক্ষোভকারীরা।  দুপুরের দিকে পঞ্চায়েতের কর্মীরা আগামীতে নিয়মিত সময় মেনে পঞ্চায়েতের আসবেন বলে প্রতিশ্রুতি দেওয়াতে পঞ্চায়েতের তালা খুলে দেওয়া হয়। তবে এরপরেও কর্মসংস্কৃতির উন্নয়ন না ঘটলে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
advertisement
Sebak DebSarma
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সময়ে খোলে না গ্রাম পঞ্চায়েত, তালাই ঝুলিয়ে দিল বিক্ষোভকারীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement