South Dinajpur News: মহা সমস্যায় চাষিরা! বোরো ধান চাষে এই কারণে খরচ করতে হচ্ছে কাড়ি কাড়ি টাকা

Last Updated:

নদীর জলস্তর নামতেই বোরো ধান চাষে ব্যাপক সমস্যা! জল কিনতে কৃষকের লাগছে কাঁড়ি কাঁড়ি টাকা

+
নদীর

নদীর জলস্তর নেমেছে

দক্ষিণ দিনাজপুর: আত্রেয়ী নদীবক্ষে যে স্বল্প উচ্চতার ড্যাম করা হয়েছিল সেই ড্যাম সংলগ্ন এলাকা ভেঙে যেতেই বিপত্তি দেখা দিয়েছে। পাম্পের মাধ্যমে নদী থেকে জল তুলে কৃষিকাজে ব্যবহার করা হচ্ছিল। তবে হঠাৎ করেই জলস্তর নেমে যাওয়ায় বিপাকে পড়েছেন বিস্তীর্ণ এলাকার নদী সংলগ্ন চাষিরা। এর প্রভাব বোরো ধান চাষে ব্যাপক ভাবে পড়েছে। বাধ্য হয়েই চাষিরা অতিরিক্ত মূল্যে জল কিনে চাষের কাজে ব্যবহার করছেন।
সূত্রের খবর, বালুরঘাট শহরের ৪ নং ওয়ার্ড ও ১৩ নং ওয়ার্ডের মাঝ বরাবর আত্রেয়ী নদী প্রভাবিত হয়েছে। আর এই নদীর উপরে একটি কংক্রিটের ড্যাম তৈরি করা হয়। মূলত গ্রীষ্মকালে জল ধরে রাখার জন্যই এই ধরনের প্রকল্প নেওয়া হয়। সেই প্রকল্পের আওতায় আত্রেয়ী নদীর দুপারে বিস্তীর্ণ এলাকার সারা বছর জল পাওয়ার ফলে জলের কষ্ট অনেকটাই দূর হয় চাষিদের। ফলস্বরূপ অতিরিক্ত মাসুল দিয়ে জল কিনতে হয় না বিগত প্রায় দু’বছর যাবৎ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রধানত গ্রীষ্মকাল পড়তেই জলের অভাব দেখা দেওয়ার ফলে বোরো ধান চাষের ক্ষেত্রে এলাকার মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছিল। কংক্রিটের এই ড্যাম হওয়ার ফলে সমস্যা অনেকটাই সমাধান হয়। তবে বিগত প্রায় ১৫ দিন আগে কংক্রিটের এই ড্যাম সংলগ্ন এলাকা ভেঙে যাওয়ার ফলে বিপাকে পড়তে হয়েছে আত্রেয়ী নদীর দু’পাশের এলাকার ধান চাষিদের। মূলত তাঁরা নদী থেকে মেশিনের মাধ্যমে জল তুলে জলের অভাব মেটাতো। কিন্তু জলস্তর নেমে যাওয়ার ফলে বিপাকে পড়েছে। এর ফলে কিছু অসাধু পাম্প মালিক মুনাফা অর্জন করবার জন্য অতিরিক্ত জলের দাম নেবার ফলে বিপাকে পড়েছেন চাষিরা। এমনকি জলও সময়মত পাওয়া যাচ্ছে না। ধান চাষিদের আশঙ্কা, খুব শীঘ্রই সমস্যার সমাধান না হলে ধান চাষের ক্ষেত্রে প্রভাব পড়বে। তাঁরা চাইছেন, শীঘ্রই প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক এবং তাদের সমস্যার সমাধান করা হোক।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: মহা সমস্যায় চাষিরা! বোরো ধান চাষে এই কারণে খরচ করতে হচ্ছে কাড়ি কাড়ি টাকা
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement