নির্মীয়মাণ বাড়ির ভেতরে গাঁজা চাষ ! এক ব্যক্তি গ্রেফতার

Last Updated:

তৈরী হচ্ছে পাকা বাড়ি। নির্মীয়মাণ ঘরের ভেতরে চলছে গাঁজা চাষ।

#ইটাহার: সকলের চোখের আড়ালে নির্মীয়মাণ বাড়ির ভেতরে গাঁজা চাষ করছিলেন ইটাহার থানার রামনগর গ্রামের বাসিন্দা দিলীপ মজুমদার। উত্তর দিনাজপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ দিলীপবাবুর সেই ব্যবসার হদিশ করল।পুলিশ অভিযুক্ত দিলীপবাবুকে আটক করেছে।পরিবারের বাকি সদস্যরা পলাতক। আফগারি দফতর এবং পুলিশ গাঁজা গাছ কেটে আগুন ধরিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।
রামনগর গ্রামে বাড়ির নির্মাণ কাজ চলছে। তৈরী হচ্ছে পাকা বাড়ি। নির্মীয়মাণ ঘরের ভেতরে চলছে গাঁজা চাষ।ঘরে পেছনে ফাঁকা জমিতেই  গাঁজা চাষ করে চলেছেন রামনগর গ্রামের বাসিন্দা দিলীপ মজুমদার।প্রতিবেশীদের চোখের আড়ালেই দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছেন বলে অভিযোগ।দিলীপবাবু তামাক পাতার ব্যবসা করেন এটাই জানতেন প্রতিবেশীরা।দিলীপবাবুকে যে কোন সময় পুলিশ গ্রেপ্তার করতে পারে।এটা তিনি জানতেন তাই ঘরে না থেকে নির্মিয়মান ঘরের পেছনে তাবু খাটিয়ে  থাকতেন। অবশেষে দিলীপবাবুর সমস্ত পরিকল্পনাই ফাঁস হয়ে গেল। উত্তর দিনাজপুর জেলার স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে খবর পেয়ে দীলীপবাবুর বাড়িতে হানা দেয়। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।জেলা পুলিশের বিশেষ দলই দিলীপবাবুকে আটক করে।পৌছায় জেলা আফগারি দফতর। বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর গাঁজা এবং গাঁজা তৈরীর সরঞ্জাম। পুলিশ এবং আফগারি দফতর গাঁজা চাষ নষ্ট করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।স্থানীয় বাসিন্দা উত্তম সরকার জানিয়েছেন,দিলীপবাবু তামাকপাতার ব্যবসা করেন এটা তারা জানতেন তার আড়ালে গাঁজার চাষ করতেন এটা তাদের কাছে অজানা ছিল। পুলিশ দিলীপবাবুর আসল ব্যবসা হদিশ করায় তারা হতবাক।এই ব্যবসার সঙ্গে যারা যারা যুক্ত আছেন পুলিশ তাদের খুজে বের করুক।আফগারি দফতরের আধিকারিক তারক কর্মকার জানিয়েছেন ইটাহারে বে আইনি গাঁজা চাষের খবর পেয়ে তারা পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় এসেছেন। উদ্ধার হয়েছে প্রচুর গাঁজা  এবং গাঁজা তৈরীর সরঞ্জাম।বেশ কিছু জমিতে গাঁজা চাষ হচ্ছে তারও হদিশ পাওয়া গেছে। ইটাহার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
UTTAM PAUL 
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নির্মীয়মাণ বাড়ির ভেতরে গাঁজা চাষ ! এক ব্যক্তি গ্রেফতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement