Siliguri News: নাম লবসাং নিমা, পকেটে ভারতীয় ভোটার-আধার কার্ড! মানুষটির আসল পরিচয়েই বিরাট চমক
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Siliguri News: প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, ওই চিনা নাগরিকের নাম লবসাং নিমা। তার বয়স ৩৫ বছর। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
#শিলিগুড়ি: ফের ভারত থেকে গ্রেফতার চিনের নাগরিক (China Citizen Arrest)। এবার ভারত-নেপাল সীমান্তে থেকে গ্রেফতার করা হল এক চিনা নাগরিককে। জানা গিয়েছে, শনিবার পানিট্যাঙ্কি চেক পোস্টে এসএসবি-র ৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ওই চিনা নাগরিককে আটক করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, ওই চিনা নাগরিকের নাম লবসাং নিমা। তার বয়স ৩৫ বছর।
কিন্তু কেন গ্রেফতার করা হল ওই চিনা নাগরিককে? এসএসবি সূত্রে খবর, অবৈধভাবে ভারত থেকে নেপালে প্রবেশের চেষ্টা করছিল সে। সেই কারণেই তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অবশ্য শনিবার সন্ধ্যেতেই ওই চিনা নাগরিককে পানিট্যাঙ্কি ইমিগ্রেশন চেকপোস্টের হাতে তুলে দিয়েছে এসএসবি।
সেখান থেকে অবশ্য শনিবার রাতে লবসাং নিমাকে খড়িবাড়ি থানার পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় ইমিগ্রেশন চেক পোস্ট কর্তৃপক্ষের তরফে। খড়িবাড়ি থানার পুলিশ ওই চিনা নাগরিককে গ্রেফতার করেছে। কিন্তু পুলিশের অভিযোগ আরও ভয়ঙ্কর। পুলিশ সূত্রে খবর, ওই তিনা নাগরিকের কাছ থেকে চিনের আইডেন্টিটি কার্ডের পাশাপাশি ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যানকার্ড, দুটি মোবাইল ফোন, একটি ট্যাব সহ বেশকিছু সামগ্রী উদ্ধার হয়েছে। খড়িবাড়ি থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার লবসাং নিমাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বরও অবৈধভাবে ভারত থেকে নেপালে প্রবেশের অভিযোগ উঠেছিল আরও এক চিনা নাগরিকের বিরুদ্ধে। সেই কারণে তাঁকে ও তার সঙ্গে থাকা শিলিগুড়ির বাসিন্দা পেম্পা ভুটিয়াকে আটক করেছিল এসএসবি। তাদেরও পুলিশের হাতে তুলে দেওয়া হলে আদালতের তাদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
advertisement
এর আগে মালদহে চিনা নাগরিক গ্রেফতারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। সেই ঘটনার তদন্তভার হাতে তুলে নিয়েছিল এসটিএফ। মালদহ জেলা পুলিশ থেকে সেই মামলার তদন্তভার নেয় এসটিএফ। তদন্তে উঠে আসে ওই চিনা নাগরিকের মালদহে অনুপ্রবেশ রীতিমতো পরিকল্পনামাফিক ছিল। পিপলস লিবারেশন আর্মির সঙ্গে তাঁর যোগসাজশের সম্ভাবনাও প্রবলভাবে উঠে আসে। হান জুনওয়ে নামে ওই ব্যক্তিকে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এপারে আনার পেছনে সীমান্তের দুপারে এজেন্ট দের সক্রিয় থাকার সম্ভাবনাও উঠে এসেছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 19, 2021 11:13 AM IST