Level Crossing Gate Removal: বাড়ছে ট্রেনের গতি, সরানো হবে লেভেল ক্রসিং! গেটগুলিতে এবার কী কী পরিবর্তন? জানুন
- Published by:Teesta Barman
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Level Crossing Gate Removal: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে পর্যায়ক্রমিকভাবে কর্মীযুক্ত লেভেল ক্রসিং গেটগুলি অপসারণ করার কাজ চালানো হচ্ছে এবং এই কাজ খুব দ্রুত এগাচ্ছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ১৩টি কর্মীযুক্ত লেভেল ক্রসিং গেট অপসারণ। রেলমন্ত্রকের সমস্ত লেভেল ক্রসিং (এলসি) গেট অপসারণ নীতির সঙ্গে সঙ্গতি রেখে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিজেদের জোনের মধ্যে কর্মীযুক্ত লেভেল ক্রসিং গেটগুলিতে সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উপর ধারাবাহিকভাবে গুরুত্ব দিয়ে চলেছে।
এই সম্পর্কে জোনটিতে পথচারীদের মধ্যে সতর্কতা ও সচেতনতা ছড়িয়ে দিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে পর্যায়ক্রমিকভাবে কর্মীযুক্ত লেভেল ক্রসিং গেটগুলি অপসারণ করার কাজ চালানো হচ্ছে এবং এই কাজ খুব দ্রুত এগাচ্ছে।
advertisement
advertisement
বর্তমান অর্থবর্ষের ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত মোট ১৩টি কর্মীযুক্ত লেভেল ক্রসিং গেট অপসারণ করা হয়েছে। ০৫টি রোড ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে এবং লেভেল ক্রসিং গেটের পরিবর্তে পৃথক রুটের মাধ্যমে ০৮টি ডাইভারশন দেওয়া হয়েছে। অসমের নগাঁওয়ে ০৪টি এবং যোরহাট, শোণিতপুর, লখিমপুর, নলবাড়ি, চিরাং ও মরিগাঁও জেলায় একটি করে এলসি গেট অপসারণ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মালদহ জেলায় ০২টি এলসি গেট অপসারণ করা হয়েছে। এছাড়াও ওই সময়ের মধ্যে বিহারের কাটিহার জেলায় ০১টি এলসি গেট অপসারণ করা হয়েছে।
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিধিবদ্ধ সতর্কবাণী-সহ সতর্কতা/সাইনেজ বোর্ড স্থাপন করে লেভেল ক্রসিং গেটগুলিতে সুরক্ষা শক্তিশালী করে আসছে। ট্রেন প্রবেশ করার সময় রেল গেট বন্ধ রাখার জন্য কী কী বাধ্যতামূলক সতর্কতা পালন করতে হবে, তা ওই সমস্ত সাইন বোর্ডে উল্লেখ করা থাকে। এছাড়া এই জোনটি লেভেল ক্রসিং গেটগুলিতে নিজেদের সুরক্ষার জন্য নিয়মনীতি পালনের গুরুত্ব সম্পর্কে সতর্ক করতে পথচারীদের মধ্যে সচেতনতা অভিযানও চালিয়ে আসছে।
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ভারতীয় রেল নো আনম্যানড লেভেল ক্রসিংয়ের সিদ্ধান্ত নিয়েছে৷ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় লেভেল ক্রসিংয়ের জায়গায় ফ্লাইওভার করা হচ্ছে৷ এর ফলে দ্রুত গতিতে যেমন ট্রেন যাতায়াত করতে পারবে। তেমনি কমবে দুর্ঘটনার সংখ্যা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2024 12:12 PM IST