দুর্গা নয়, এই গ্রাম জাগে লক্ষ্মীপুজোয়
Last Updated:
#রায়গঞ্জ: এ গ্রামে দুর্গাপুজোয় নিয়ে মাতামাতি নেই। যত আবেগ লক্ষ্মীপুজোয়। কোজাগরী লক্ষ্মীপুজোতেই গ্রামবাসীরা নতুন জামা পড়েন। হয় প্রতিমার প্রতিযোগিতা। রায়গঞ্জ লাগোয়া টেনহরি গ্রাম বছরের সেরা উৎসবে মেতে ওঠার অপেক্ষায়।
হেমন্তের শুরুতে মাঠ জুড়ে ধান। মা লক্ষ্মীর আরাধনাতেই গ্রামের শ্রীবৃদ্ধি। ভাল করে দেবীর পুজো করলে ফসল ভাল হবে। এই বিশ্বাসে গত ষাট বছর ধরে লক্ষ্মীর পুজো হয়ে আসছে রায়গঞ্জের টেনহরি গ্রামে। দুর্গাপুজো নয়, গ্রামবাসীদের যত ভাবনা লক্ষ্মীপুজো। মা লক্ষ্মীকে নিয়ে অগাধ বিশ্বাস প্রবীণদের।
এখানকার প্রতিমার বিশেষত্ব, লক্ষ্মী-নারায়ণের পাশে থাকেন সখী জয়া ও বিজয়া। আর লক্ষ্মীর সামনে গরুর পাখি। পুজো উপলক্ষে মেলা হয়। যেখােন গৃহস্থদের বাড়ি প্রতিমা নিয়ে হয় প্রতিযোগিতা।
advertisement
advertisement
বহু বছর আগে পূর্ব বাংলার লোকেরা এই টেনহরি অঞ্চলে আশ্রয় নেন। তখন ওই এলাকায় তেমন ফসল ফলত না। একবার লক্ষ্মীপুজো ধুমধুাম করে হয়। তারপরই শস্যশ্যামলা হয়ে ওঠে এলাকার জমি। সেই থেকে লক্ষ্মীই গ্রামবাসীদের প্রধান আরাধ্যা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2018 12:35 PM IST