North Dinajpur news: এ কী কাণ্ড! রাতে চুপি চুপি বৃদ্ধাকে বাইরে নিয়ে এল বাড়ির লোকেরা, তারপরে যা হল
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
কয়েকদিন আগে কেউ এসে এই মহিলাকে রেখে যায় রাতের অন্ধকারে। মেডিকেল চত্বরে সকাল থেকে সারাদিন রাত ধরে অনেক মানুষ আনাগোনা হলেও কেউ তার পাশে এসে দাঁড়ায়নি।
রায়গঞ্জ: মেডিকেল কলেজ চত্বরে অমানবিক চিত্র। কয়েকদিন ধরে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পড়ে রয়েছেন এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধ মহিলা। আর সেই মহিলাকে উদ্ধার করার ক্ষেত্রে প্রশাসন থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ কার কোনও হেলদোল নেই বলে অভিযোগ । এমনকি ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে পুলিশ ফাঁড়ি। পুলিশও কোনওরকম পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকদিন আগে কেউ এসে এই মহিলাকে রেখে যায় রাতের অন্ধকারে। মেডিকেল চত্বরে সকাল থেকে সারা দিনরাত ধরে অনেক মানুষের আনাগোনা হলেও কেউ তার পাশে এসে দাঁড়ায়নি। এমনকি মেডিকেল কলেজের অনেক চিকিৎসক ও নার্সরা তার সামনে দিয়ে যাওয়া-আসা করলেও এই বৃদ্ধাকে দেখতে কেউ আসেনি বলে অভিযোগ।
advertisement
advertisement
এই বিষয়ে মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার অভিক মাইতি জানিয়েছেন এই ঘটনার খবর তাদের কানে এসে পৌঁছেছে। ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। তবে এই ধরনের ঘটনাকে তিনি দুঃখজনক ঘটনা বলেও আখ্যা দিয়েছেন।
advertisement
মৃন্ময় বসাক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 11:52 AM IST