পাহাড়ে শাসকদলের অস্থিত্ব বাঁচিয়ে রেখেছে মিরিক
Last Updated:
পাহাড়ে শাসকদলের অস্থিত্ব বাঁচিয়ে রেখেছে মিরিক
#মিরিক: মোর্চার হুমকি সত্ত্বেও পিছু হটেনি মিরিক। দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ঙের তৃণমূল কাউন্সিলররা দল ছাড়লেও অটুট মিরিকের চেয়ারম্যান এল বি রাই। ছয় কাউন্সিলরকে নিজের হাতেই রেখেছেন তিনি। বনধ চললেও পুরসভায় কাজ শুরু করে দিয়েছেন। বনধে ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজানোই লক্ষ্য এল বি রাইয়ের।
পাহাড়ে বনধের জেরে থমকে গিয়েছে উন্নয়ন। ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা। মোর্চার হুমকি, তৃণমূল কাউন্সিলরদের বাড়ি ভাঙচুর। দল ছেড়েছেন দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ং পুরসভায় তৃণমূলের টিকিটে জেতা কাউন্সিলররাও। তবে এর মধ্যেই পিছিয়ে যাননি মিরিক পুরসভার চেয়ারম্যান এল বি রাই।
পুরভোটে পাহাড়ের চার পুরসভার মধ্যে মিরিকের দখল নেয় তৃণমূল। তৃণমূল কাউন্সিলরদের নিজেদের হাতেই রেখেছেন চেয়ারম্যান। বনধ বিধ্বস্ত মিরিকে উন্নয়নই প্রধান লক্ষ্য এল বি রাইয়ের। বনধ চললেও পুরসভার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
advertisement
advertisement
মিরিক পুরসভায় ন’জনের মধ্যে ছ’জনই তৃণমূল কাউন্সিলর। বিরোধী তিন কাউন্সিলর পুরসভায় না এলেও তাঁদের ওয়ার্ডকেও উন্নয়ন থেকে ব্রাত্য করবেন না চেয়ারম্যান এল বি রাই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2017 10:20 AM IST