পাঁচ দফার ভোটেই সরকার গঠন নিয়ে নিশ্চিত তৃণমূলনেত্রী

Last Updated:

পাঁচ দফার ভোটেই সরকার গঠন হয়ে গিয়েছে। শেষ দিনের ভোট প্রচারে ঘোষণা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছিটমহল সমস্যার সমাধান থেকে কোচবিহারের উন্নয়নকে তুলে ধরেই প্রচার করলেন তৃণমূল নেত্রী। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সভায় মোর্চা ও গ্রেটার কোচবিহার পিপলস পার্টির উপস্থিতি নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি।

#কোচবিহার: পাঁচ দফার ভোটেই সরকার গঠন হয়ে গিয়েছে। শেষ দিনের ভোট প্রচারে ঘোষণা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছিটমহল সমস্যার সমাধান থেকে কোচবিহারের উন্নয়নকে তুলে ধরেই প্রচার করলেন তৃণমূল নেত্রী। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সভায় মোর্চা ও গ্রেটার কোচবিহার পিপলস পার্টির উপস্থিতি নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি।
নয়ই মার্চ শুরু করেছিলেন মালদহ থেকে। মঙ্গলবার শেষ নির্বাচনী সভা করলেন কোচবিহারে। মাঝে ছুটে বেড়িয়েছেন প্রায় সবকটা বিধানসভা কেন্দ্র। কখনও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ তো কখনও পুলিশের বিরুদ্ধে তত্যাচারের অভিযোগ। নানা মেজাজে একের পর এক নির্বাচনী সভা করেছেন তৃণমূল নেত্রী। কিন্তু শেষ দফার ভোটের আগেই সরকার গঠনের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত তিনি। কোনও ভাবেই কোচবিহারকে ভাগ হতে দেওয়া হবে না। টেনে আনেন প্রধানমন্ত্রীর সভার প্রসঙ্গ। রাজ্য ভাগে উসকানি দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী। গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে গ্রেটার কোচবিহার পিপলস পার্টির সাম্প্রতিক রেল অবরোধেরও সমালোচনা।  কোচবিহারের উন্নয়নের পাশাপাশি নির্বাচনী প্রচারে হাতিয়ার করলেন ছিটমহল সমস্যার সমাধানকেও। দল বদলে দিনহাটাতেই এবার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তা নিয়ে ভোটারদের মধ্যে যাতে কোনও রকম বিভ্রান্তি না থাকে তা মুছে ফেলার চেষ্টা করেছেন স্বয়ং দলনেত্রী। কমল গুহর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনেও দুর্বল করার চেষ্টা করেছেন বিরোধীদের উদয়ন বিরোধী প্রচার।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পাঁচ দফার ভোটেই সরকার গঠন নিয়ে নিশ্চিত তৃণমূলনেত্রী
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement