North Bengal Weather Update: সপ্তাহের শুরুতেই মেঘলা আকাশ! হালকা হিমেল হাওয়ায় শীতের শিরশিরানি, সারাদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? রইল সব আপডেট
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
North Bengal Weather Update: টানা কয়েকদিন যাবত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে উত্তরবঙ্গে। তবে সোমবার সপ্তাহের শুরুতেই পাহাড়ের আকাশ আংশিক মেঘলা। পাহাড় জুড়ে বইছে হালকা হিমেল হাওয়া। সোমবার সারাদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? জানুন ওয়েদার আপডেট..
টানা কয়েকদিন যাবত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে উত্তরবঙ্গে। তবে সোমবার সপ্তাহের শুরুতেই পাহাড়ের আকাশ আংশিক মেঘলা। তবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় পরিষ্কার আকাশ। পাহাড় জুড়ে বইছে হালকা হিমেল হাওয়া। মেঘলা আবহাওয়াও দারুণ উপভোগ করছেন পর্যটকেরা। আজ সোমবার সারাদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? জানুন ওয়েদার আপডেট…

advertisement
advertisement
অক্টোবর মাস শেষের পথে। নভেম্বর থেকেই তড়তড়িয়ে নামতে শুরু করবে পাহাড়ের তাপমাত্রা। শীতকাল পাহাড় পর্যটকের জন্য দারুণ সময়। সোমবার সকাল থেকেই দার্জিলিংয়ের আকাশ মেঘলা। আংশিক রোদ দেখা যাচ্ছে। আবহাওয়া বেশ ঠাণ্ডা ও মনোরম। তাপমাত্রা ১৭ ডিগ্রি। একই চিত্র কালিম্পংয়েও। হালকা রোদ। আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা ২০-২১ ডিগ্রি।

advertisement
শিলিগুড়িতে হালকা রোদ ও হালকা মেঘ। শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা ২৪ ডিগ্রি। জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১.০৮ ডিগ্রি সেলসিয়াস।

advertisement
ডুয়ার্সের আকাশও পরিষ্কার। গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারেও রোদ উজ্জ্বল আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।

advertisement
কোচবিহারে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সকাল থেকে কখনও রোদ আবার কখনও মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ। বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ২১.০৮ ও সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩১.০৮ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরে রোদ ও মেঘের লুকোচুরি। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। তবে গঙ্গারামপুরে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্র ২২ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
October 27, 2025 11:18 AM IST

