#শিলিগুড়ি: মান্থলি কার্ডের বদলে স্মার্ট কার্ড চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। মঙ্গলবার বোর্ড মিটিংয়ের পর একথা জানালেন এনবিএসটিসি চেয়ারম্যান মিহির গোস্বামী।
এতদিন নিত্যযাত্রীদের জন্য মান্থলি কার্ডের ব্যবস্থা ছিল। আগাম সেই কার্ড রিচার্জ করে নিগমের বাসে যাতায়াত করতেন যাত্রীরা। নতুন স্মার্ট কার্ডের বৈধতা থাকবে একবছর। রাজ্যের যেকোনও প্রান্তে এনবিএসটিসি-র ডিপো থেকে এই কার্ড রিচার্জ করা যাবে। পড়ুয়ারা স্মার্ট কার্ড ব্যবহার করলে কিছু বাড়তি সুবিধা পাবেন। সাধারণ যাত্রীদের স্বার্থেই তাঁদের এই পদক্ষেপ বলে জানিয়েছেন মিহির গোস্বামী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mihir Goswami, NBSTC, North Bengal State Transport Corporation, Smart Card