#দার্জিলিং: পুলিশ যখন শুধু নিয়মের রক্ষাকর্তা নন, যখন তিনি বন্ধু৷ এরকমই একেবারে মানবিক বন্ধুর রূপ নিয়ে এলেন পুলিশের এসপি (SP)৷ দার্জিলিংয়ের (Darjeeling) এসপি সন্তোষ নিম্বালকর (Santosh Nimbalkar) এই মানবিক কাজ করলেন৷ রাত সাড়ে নটা নাগাদ স্থানীয় হাসপাতাল থেকে ফোন পান এসপি৷ জানতে পারেন প্রেগন্যান্ট মহিলার (Pregnant Woman) বি নেগেটিভ রক্ত প্রয়োজন (Blood Donation)৷ কারণ প্রেগন্যান্ট মহিলাকে (Pregnat Woman) এমার্জেন্সি সিজারিয়ান ডেলিভারি করতে হয়েছিল৷ বি নেগেটিভ ভীষণই বিরল ব্লাড গ্রুপ৷ খবরটা জানার পরেই এসপি নিজে গাড়ি চালিয়ে স্থানীয় হাসপাতালে পৌঁছে যান৷ প্রেগন্যান্ট মহিলাকে নিজেই রক্ত দিতে৷ তাঁর রেজিস্ট্রেশন ও সব কাজ হয়ে যায়৷
সিজারিয়ান অস্ত্রোপচার হয়, তবে রক্ত (Blood Donation) লাগেনি৷ কিন্তু এসপি-র এই কাজকে সকলেই কুর্নিশ করছেন৷ প্রেগন্যান্ট মহিলার পরিবার থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সকলেই এসপি-র এই মানবিক বন্ধুত্বপূর্ণ পদক্ষেপকে কুর্নিশ করছেন৷
আরও পড়ুন - Viral News: IND vs SA: পারলেন না! বাউন্ডারি রোপের ধারে বসে হাউহাউ করে কান্না ক্রিকেটারের, দেখুনPhotos
নিউজ ১৮ কে দেওয়া সাক্ষাৎকারে দার্জিলিংয়ের (Darjeeling) এসপি সন্তোষ নিম্বালকর (Santosh Nimbalkar) জানিয়েছেন, ‘‘আমি জানি বি নেগেটিভ ব্লাডের গুরুত্ব আর এটা কতটা দুর্লভ৷ ওই গ্রুপের ব্লাড স্টোর ছিল না৷ তাই আমি নিজেই রক্ত দিতে আসি৷ এটা আমার দায়িত্ব তার বেশি কিছু নয়৷’’
জেলার পুলিশ প্রধানের (SP) এই পদক্ষেপকে সকলে স্বাগত জানিয়েছেন৷ ইউমা নার্সিং হোমের চিকিৎসক দাওয়া চিরিং ভুটিয়া জানিয়েছেন, ‘‘আমাদের যেহেতু এমার্জেন্সি সিজার ছিল তাই রক্ত ব্যাকআপ দরকার ছিল৷ রক্তের গ্রুপ রেয়ার ছিল৷ শিলিগুড়ি যেতে গেলে ৩ ঘণ্টা লাগত৷ আমরা জানতাম এসপি-র রেয়ার ব্লাডগ্রুপের কথা৷ যেই তাঁকে জানাই তখুনি তিনি স্বেচ্ছায় রক্ত দিতে সরাসরি আসেন৷ আমাদের লাগেনি, পুলিশ প্রধানকে এই পদক্ষেপের জন্য ধন্যবাদ৷ দার্জিলিংয়ের শীতের রাত, বৃষ্টিও হচ্ছিল তাও তিনি সাহায্য করতে আসেন, এটা দারুণ৷’’
এসপি নিজেও মাঝেমাঝে রোগীদের দেখতে আসেন৷ কিন্তু তাঁর এই পদক্ষেপ সকলে দারুণ পছন্দ করছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Blood Donation, North Bengal, Police