North Bengal News: কুর্নিশ এসপি সাহেব! প্রেগন্যান্ট মহিলাকে রক্ত দিতে বৃষ্টিভেজা শীতের রাতে হাসপাতালে দার্জিলিংয়ের এসপি

Last Updated:

পুলিশ যখন শুধু নিয়মের রক্ষাকর্তা নন, যখন তিনি বন্ধু৷ এরকমই একেবারে মানবিক বন্ধুর রূপ নিয়ে এলেন পুলিশের এসপি (SP)৷ দার্জিলিংয়ের (Darjeeling) এসপি সন্তোষ নিম্বালকর (Santosh Nimbalkar) এই মানবিক কাজ করলেন৷

SP Santosh Nimbalkar Went To Donate Blood For Pregnant Lady At Night In Darjeeling- Photo-Representative
SP Santosh Nimbalkar Went To Donate Blood For Pregnant Lady At Night In Darjeeling- Photo-Representative
#দার্জিলিং: পুলিশ যখন শুধু নিয়মের রক্ষাকর্তা নন, যখন তিনি বন্ধু৷ এরকমই একেবারে মানবিক বন্ধুর রূপ নিয়ে এলেন পুলিশের এসপি (SP)৷ দার্জিলিংয়ের (Darjeeling) এসপি সন্তোষ নিম্বালকর (Santosh Nimbalkar) এই মানবিক কাজ করলেন৷ রাত সাড়ে নটা নাগাদ স্থানীয় হাসপাতাল থেকে ফোন পান এসপি৷ জানতে পারেন প্রেগন্যান্ট মহিলার (Pregnant Woman) বি নেগেটিভ রক্ত প্রয়োজন (Blood Donation)৷  কারণ প্রেগন্যান্ট মহিলাকে (Pregnat Woman) এমার্জেন্সি সিজারিয়ান ডেলিভারি করতে হয়েছিল৷ বি নেগেটিভ ভীষণই বিরল ব্লাড গ্রুপ৷ খবরটা জানার পরেই এসপি নিজে গাড়ি চালিয়ে স্থানীয় হাসপাতালে পৌঁছে যান৷ প্রেগন্যান্ট মহিলাকে নিজেই রক্ত দিতে৷ তাঁর রেজিস্ট্রেশন ও সব কাজ হয়ে যায়৷
সিজারিয়ান অস্ত্রোপচার হয়, তবে রক্ত (Blood Donation) লাগেনি৷ কিন্তু এসপি-র এই কাজকে সকলেই কুর্নিশ করছেন৷ প্রেগন্যান্ট মহিলার পরিবার থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সকলেই এসপি-র এই মানবিক বন্ধুত্বপূর্ণ পদক্ষেপকে কুর্নিশ করছেন৷
advertisement
advertisement
নিউজ ১৮ কে দেওয়া সাক্ষাৎকারে দার্জিলিংয়ের (Darjeeling) এসপি সন্তোষ নিম্বালকর (Santosh Nimbalkar)  জানিয়েছেন, ‘‘আমি জানি বি নেগেটিভ ব্লাডের গুরুত্ব আর এটা কতটা দুর্লভ৷ ওই গ্রুপের ব্লাড স্টোর ছিল না৷ তাই আমি নিজেই রক্ত দিতে আসি৷ এটা আমার দায়িত্ব তার বেশি কিছু নয়৷’’
SP Santosh Nimbalkar Went To Donate Blood For Pregnant Lady- Photo- News 18 SP Santosh Nimbalkar Went To Donate Blood For Pregnant Lady- Photo- News 18
advertisement
জেলার পুলিশ প্রধানের (SP) এই পদক্ষেপকে সকলে স্বাগত জানিয়েছেন৷ ইউমা নার্সিং হোমের  চিকিৎসক দাওয়া চিরিং ভুটিয়া জানিয়েছেন, ‘‘আমাদের যেহেতু এমার্জেন্সি সিজার ছিল তাই রক্ত ব্যাকআপ দরকার ছিল৷ রক্তের গ্রুপ রেয়ার ছিল৷ শিলিগুড়ি যেতে গেলে ৩ ঘণ্টা লাগত৷ আমরা জানতাম এসপি-র রেয়ার ব্লাডগ্রুপের কথা৷ যেই তাঁকে জানাই তখুনি তিনি স্বেচ্ছায় রক্ত দিতে সরাসরি আসেন৷ আমাদের লাগেনি, পুলিশ প্রধানকে এই পদক্ষেপের জন্য ধন্যবাদ৷  দার্জিলিংয়ের শীতের রাত, বৃষ্টিও হচ্ছিল তাও তিনি সাহায্য করতে আসেন, এটা দারুণ৷’’
advertisement
এসপি নিজেও মাঝেমাঝে রোগীদের দেখতে আসেন৷ কিন্তু তাঁর এই পদক্ষেপ সকলে দারুণ পছন্দ করছেন৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal News: কুর্নিশ এসপি সাহেব! প্রেগন্যান্ট মহিলাকে রক্ত দিতে বৃষ্টিভেজা শীতের রাতে হাসপাতালে দার্জিলিংয়ের এসপি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement