North Bengal News: পরিযায়ী পাখি মেরে হোটেলে মাংস পাচার, গ্রেফতার ৪ চোরা শিকারি

Last Updated:

জানা গিয়েছে,শিলিগুড়ি সংলগ্ন এনজেপিতে এই শিকারিদের ডেরা। সেখান থেকেই চলত অপারেশন

#শিলিগুড়ি: পরিযায়ী পাখি মেরে হোটেলে মাংস পাচার, ৪ চোরা শিকারিকে গ্রেফতার করল গরুমারা বন্যপ্রাণী বিভাগের কর্মীরা। ধৃতদের কাছ থেকে প্রচুর সংখ্যায় মৃত পাখির দেহ, পাখি শিকারের সরঞ্জাম উদ্ধার করেছে বন দফতর। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় বন দফতর।
জানা গিয়েছে,শিলিগুড়ি সংলগ্ন এনজেপিতে এই শিকারিদের ডেরা। সেখান থেকেই চলত অপারেশন, জলপাইগুড়ির বিভিন্ন জলাশয় থেকে পরিযায়ী পাখি মেরে পাচার করা হত। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ির মন্ডল ঘাট এলাকা থেকে ৪ শিকারিকে হাতেনাতে গ্রেফতার করেন বন কর্মীরা। রাতভর জিজ্ঞাসাবাদ চলে। ধৃতদের সোমবার আদালতে হাজির করেছে বন দফতর।
অন্যদিকে, দিন তিনেক আগেই ধূপগুড়ি শহরের ১১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লী এলাকায় আচমকাই অনেক কুকুর ও পাখির মৃত্যু হতে থাকে! শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির সামনে একটি পাখি পড়ে থাকতে দেখেন। ক্রমশ বেলা বাড়তে থাকলে ওই এলাকা থেকে বেশ কয়েকটি মৃত পাখি উদ্ধার হয়। কিছু বাদেই পাড়ার মোড়ে একটি কুকুরের মৃতদেহ উদ্ধার হয়। এরপর এক এক করে চারটি কুকুরকে মৃত অবস্থা মেলে। এলাকাবাসীদের অভিযোগ, কোনও অসাধু ব্যক্তি খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কুকুর আর পাখি মেরেছে। এলাকাবাসীরা জানিয়েছেন ওই এলাকায় কুড়ি থেকে পঁচিশটি কুকুরের দল রয়েছে। সকাল পর্যন্ত চারটি কুকুরের মৃতদেহ উদ্ধার হলেও আরও কুকুরের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে আসে পশুপ্রেমী সংস্থার সদস্যরা। তাঁরা কয়েকটি কুকুরকে বাঁচানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি। এই বিষয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন পশুপ্রেমী সংস্থার সদস্যরা।
advertisement
advertisement
Santanu Kar
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal News: পরিযায়ী পাখি মেরে হোটেলে মাংস পাচার, গ্রেফতার ৪ চোরা শিকারি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement