Jalpaiguri News: সুপুরি চুরির অভিযোগে গ্রেফতার যুবক! তারপরেই ভয়ঙ্কর পরিণতি

Last Updated:

North Bengal news: পুলিশের মারে মৃত্যুর অভিযোগ পরিবারের, পুলিশ সুপার জানালেন, পথ দূর্ঘটনা, চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডাঙ্গাপাড়ার বাসিন্দা রাজা সরকার এবং বিট্টু সরকার।

যুবকের রহস্যমৃত্যু
যুবকের রহস্যমৃত্যু
জলপাইগুড়ি: পুলিশের মারে মৃত্যুর অভিযোগ পরিবারের, পুলিশ সুপার জানালেন, পথ দূর্ঘটনা, চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডাঙ্গাপাড়ার বাসিন্দা রাজা সরকার এবং বিট্টু সরকার।
১৯ জানুয়ারি তালমা এলাকা থেকে সুপারি চুরির অভিযোগে জলপাইগুড়ির কোতোয়ালি পুলিশের হাতে রাজা ওতার বন্ধুকে তুলে দেয় বাসিন্দারা বলে খবর। আজ রাজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া পরিবারে। পরিবারের অভিযোগ, পুলিশ লক আপে রাজাকে মারা হয়েছে। রাজার সঙ্গীর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজমাধমে।
advertisement
advertisement
পুলিশের মারেই মৃত্যু হয়েছে রাজার, এমনটাই অভিযোগ উঠে আসছে। অপর দিকে এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার এক বার্তায় জানিয়েছে, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের, পুলিশের মারে মৃতুর খবরটি সঠিক নয়। যদিও শোকে কাতর মৃত রাজা রায়ের স্ত্রী ডাঙ্গি রায় বলেন, “সোমবার স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম পুলিশ দেখাও করতে দেয়নি। আমার দুটি সন্তান রয়েছে, তাদের কী হবে এখন”।
advertisement
অপরদিকে মৃত রাজা রায়ের বাবা ক্ষোভের সঙ্গে বলেন, “আমরা গতকাল থানায় গিয়েছিলাম ছেলেকে দেখতে। তখন পুলিশ জানাল এক্সিডেন্ট হয়েছে জলপাইগুড়ির দশ তলায় (সুপার স্পেশালিটি হাসপাতাল) ভর্তি আছে, সেখানে গিয়ে দেখি আমার ছেলে মৃত”।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: সুপুরি চুরির অভিযোগে গ্রেফতার যুবক! তারপরেই ভয়ঙ্কর পরিণতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement