North Bengal Flood Update: পর্যটকদের জন্য বিরাট খবর...! কোন কোন রাস্তা খোলা? বিপজ্জনক পাহাড় থেকে নীচে নামার আগে জানুন রুট

Last Updated:

North Bengal Flood Update: পর্যটকদের জন্য হিল কার্ট রোড খোলা রয়েছে, যা তিনধারিয়া হয়ে নেমে যাচ্ছে সুকনার দিকে। তার পরে সেখান থেকে রাস্তা চলে যাচ্ছে শিলিগুড়িতে।

পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি, নির্ধারিত সময় মনোরম পরিবেশেই শুরু করলেন সফর। কিন্তু, মাঝপথেই বাধ সাধল বৃষ্টি কিংবা তুষারপাত। পাহাড়ি এলাকায় এমন বিপর্যয়ের মুখে পড়তে পারেন যখন তখন।
পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি, নির্ধারিত সময় মনোরম পরিবেশেই শুরু করলেন সফর। কিন্তু, মাঝপথেই বাধ সাধল বৃষ্টি কিংবা তুষারপাত। পাহাড়ি এলাকায় এমন বিপর্যয়ের মুখে পড়তে পারেন যখন তখন।
শিলিগুড়ি: পর্যটকদের জন্য হিল কার্ট রোড খোলা রয়েছে, যা তিনধারিয়া হয়ে নেমে যাচ্ছে সুকনার দিকে। তার পরে সেখান থেকে রাস্তা চলে যাচ্ছে শিলিগুড়িতে। এছাড়া পাঙ্খাবাড়ি রোডও খোলা রয়েছে।
সুখিয়াপোখরিতে সোনাদা থেকে মুনদা যাওয়ার রাস্তা এবং মিলিং রোড যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-১০০ বছর পর দীপাবলিতে বিরল সংযোগ…! ৩ রাশির জ্যাকপট, দু-হাত ভরে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে ভাগ্যের দরজা
মিরিক থেকে ঘুম হয়ে যাতায়াতের রাস্তা খোলা রয়েছে। রোহিণী পয়েন্টে যেখানে ধস নেমেছে, সেখানেও রাস্তাটি বর্তমানে ব্যবহারযোগ্য অবস্থায় নেই।
advertisement
advertisement
আরও পড়ুন-আগামী ৯০ দিন…! ভয়ঙ্কর দুঃসময় শেষ ৪ রাশির, অঢেল টাকার ফোঁয়ারা, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী মিললেই পাবেন কুবেরের ধন
জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছেন, শিলিগুড়ির সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত ভারী পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। নির্দেশিকায় বলা হয়েছে, মঙ্গলবার মধ্য রাত থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত এবং বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal Flood Update: পর্যটকদের জন্য বিরাট খবর...! কোন কোন রাস্তা খোলা? বিপজ্জনক পাহাড় থেকে নীচে নামার আগে জানুন রুট
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement