Famous Shiv Temple: পাহাড়, চা বাগানে ঘেরা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিবমন্দির, পাশেই থাকা প্রাচীন পুকুরে স্নান করলে...! শ্রাবণ মাসে ঘুরতে যাওয়ার পারফেক্ট স্পট
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Famous Shiva Temple: পাহাড়, বনজ গাছপালা ও চা-বাগানের মাঝে অবস্থিত এই মন্দির শুধু এক ধর্মস্থল নয়, বরং হাজারও মানুষের বিশ্বাস ও আবেগের কেন্দ্রবিন্দু।
শিলিগুড়ি: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিবমন্দিরগুলির মধ্যে অন্যতম হল শিলিগুড়ি সংলগ্ন চাঁদমণি চা বাগানের শিবমন্দির। পাহাড়, বনজ গাছপালা ও চা-বাগানের মাঝে অবস্থিত এই মন্দির শুধু এক ধর্মস্থল নয়, বরং হাজারও মানুষের বিশ্বাস ও আবেগের কেন্দ্রবিন্দু। বছরের পর বছর ধরে শ্রাবণ মাসে এই মন্দির হয়ে ওঠে এক বিপুল জনসমাগমের স্থান, যেখানে মিলিত হয় ভক্তি, সংস্কৃতি ও আত্মবিশ্বাস।
মন্দির চত্বরের প্রাকৃতিক সৌন্দর্যও দর্শনার্থীদের মুগ্ধ করে। চারিদিকে ছায়া ঘেরা চা বাগান, খাঁটি নির্জন পরিবেশ আর পাখির ডাক, সব মিলে তৈরি হয় এক অনুভূতি। আর প্রত্যেক বছর শ্রাবণ মাস এলেই এই মন্দির চত্বরে শুরু হয় বিশাল আয়োজন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবারের শ্রাবণ, চলবে ৯ আগস্ট পর্যন্ত। শিলিগুড়ি ছাড়াও তরাই, ডুয়ার্স এবং পাহাড়ের বহু মানুষ এই সময়ে ভিড় জমান মন্দিরে। পুণ্যার্থী ও ভক্তদের ঢল যেন জানান দেয়, শ্রাবণ মানেই শিবের আরাধনা।
advertisement
আরও পড়ুন: ছোট ব্যবসা বড় করার পরিকল্পনা…! এর থেকে বড় সুযোগ আর কী হতে পারে, শিলিগুড়িতে ফের চালু এনএসআইসির অফিস
advertisement
মন্দির চত্বরে অবস্থিত এক প্রাচীন পুকুরকে ঘিরে রয়েছে বহু বিশ্বাস। ভক্তরা বিশ্বাস করেন, এই জলে স্নান করে মানত করলে শিবঠাকুর মনস্কামনা পূরণ করেন। মন্দিরের মুখ্য পুরোহিত সরোজ কুমার মিশ্র জানান, “এই জল এতটাই পবিত্র মনে করা হত যে ভক্তরা স্নান করে তবেই মন্দিরে প্রবেশ করতেন। আজও বহু মানুষ সেই বিশ্বাস নিয়েই পুকুরে স্নান করেন এবং ফুল-বেলপাতা দিয়ে শিবের মাথায় জল ঢালেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু তা-ই নয়, এই মন্দিরকে অনেকেই শক্তিপীঠ বলেও মানেন। পুরোহিতের কথায়, সতীর দেহ ছিন্ন হওয়ার সময় তাঁর কপালের মধ্যাংশ এখানেই পতিত হয়েছিল। নেপালি সম্প্রদায়ের মতে ‘মণি’ শব্দের অর্থ কপালের মাঝখান, আর মন্দিরের গঠন চন্দ্রাকৃতি হওয়ায় এর নাম হয় ‘চাঁদমণি’।
advertisement
উৎসব নির্বিঘ্ন করতে মন্দির কর্তৃপক্ষ বিশেষ প্রস্তুতি নিয়েছে। মন্দির সংলগ্ন রাস্তা সম্প্রসারণ ও জাতীয় সড়কের পাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসিটিভি, পুলিশের নজরদারি ও ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত কর্মী মোতায়েন থাকবে। নিরাপত্তার দিক থেকে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। এছাড়াও, মন্দির প্রাঙ্গণে শ্রাবণ মাস জুড়ে প্রতিদিন থাকবে বিশেষ ভোগের আয়োজন।
ঋত্বিক ভট্টাচার্য
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 3:44 PM IST