#কোচবিহার: মনোনয়ন ঘিরে কোচবিহারের ধলুয়াবাড়িতে উত্তেজনা। কোতয়ালি থানার আইসিকে ধমক দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কেন গন্ডগোল হচ্ছে? পুলিশের কাছে জবাব চান মন্ত্রী।
বুধবার সকাল থেকেই কোচবিহারের এক নম্বর বিডিও অফিসে মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়ায়। বিরোধীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত হন সাংবাদিকরাও। কেন গন্ডগোল সামাল দিতে পারছেন না? তা জানতে চেয়ে কোতয়ালি থানার আইসিকে ধমক দেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
সোমবার থেকে অশান্তি। তৃতীয় দিনে সেই একই পরিস্থিতি । মনোনয়ন পত্র জমা নিয়ে অশান্তি সর্বত্র ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North Bengal Development Minister Rabindra Nath Ghosh, North Bengal Panchayat Election 2018, North Bengal Panchayet Election, Panchayat Election 2018, Rabindra Nath Ghosh