North Bengal: স্কুলের পাশে ঝোপের মধ্যে ওটা কী! তাও আবার পায়ে লোহার রড পাত বসানো! ভয়ে দৌড়ে পালাল সবাই
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
North Bengal: বিষয়টি জানাজানি হতেই প্রচুর মানুষ সেখানে ভিড় জমায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
রকি চৌধূরী, ধূপগুড়ি: প্রাথমিক স্কুলের পাশের ঝোপ থেকে মানব কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য । খুন নাকি এর পেছনে অন্য কোন ঘটনা তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহাকুমার অন্তর্গত আংরাবাসা এলাকার গ্রিল মিশন প্রাথমিক বিদ্যালয় পাশে। সোমবার স্কুল চলাকালীন স্কুলের ঠিক পাশেই ঝোপের মধ্যে একটি মানব কঙ্কাল পড়ে থাকতে দেখেন এলাকার কিছু মানুষ। বিষয়টি জানাজানি হতেই প্রচুর মানুষ সেখানে ভিড় জমায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কে স্কুল থেকে অনেক পড়ুয়া বাড়ি চলে যায়।
কিন্তু স্কুলের পাশের ঝোপে কঙ্কাল কোথা থেকে এল? খুন করে এনেই কি ফেলা হয়েছে? নাকি এখানেই মৃত্যু হয়েছিল? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনা নিয়ে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন ধূপগুড়ি থানার আইসি ও ধূপগুড়ি এসডিপিও। তারা গিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেন। এলাকার লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই এলাকায় সদ্য কোন মিসিং হওয়ার খবর নেই। তবে পুলিশ সবদিক খতিয়ে দেখছে। মানব কঙ্কালটি উদ্ধার করে ধূপগুড়ি থানায় নিয়ে আসা হয়। উদ্ধার হাওয়া কঙ্কাল ফরেন্সিক পরীক্ষার জন্যে জলপাইগুড়ি পাঠানো হবে বলে জানিয়েছে ধূপগুড়ি থানার পুলিশ। এমনকি ধূপগুড়ি থানার তরফে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে নিরুদ্দেশ ব্যক্তিদের। গত দু বছরে কারা কারা মিসিং হয়েছিলেন ওই এলাকায়, এমন কোনও অভিযোগ দায়ের হয়েছিল কিনা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
তবে এদিন উদ্ধার হওয়া কঙ্কালের একটি পায়ের হাড়ের এক অংশে লোহার পাত বসানো ছিল, যা ওখান থেকে মিলেছে বলে জানিয়েছে পুলিশ। এমনকি মাথার চুলের অংশও মিলেছে, যার মাধ্যমে ওই মৃতদেহের পরিচয় জানার চেষ্টা করা হবে পুলিশের তরফে। তবে পুলিশের অনুমান, হাতির হামলায় এর আগে ওই এলাকায় একজনের মৃত্যু হয়েছিল। এই মৃত্যু হাতির হামলতেও হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2024 7:53 PM IST