প্রথম দফার পরই পুনর্নির্বাচনের দাবিতে ধরনায় বসলেন কোচবিহারের বিজেপি প্রার্থী
Last Updated:
#কোচবিহার: প্রথম দফার ভোট শেষের পরেও কোচবিহারে নজিরবিহীন ঘটনা। জেলাশাসকের দফতরে বিজেপি ও জেলা পুলিশের ধস্তাধস্তি। অতিরিক্ত পুলিশ সুপার ও কোতোয়ালি থানার আইসি-কে ধাক্কা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের দেহরক্ষীদের। বৃহস্পতিবার শেষবেলার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কোচবিহার।
ঘটনার সূত্রপাত সন্ধে ৬টা ৫০ নাগাদ। একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবিতে, ১৪৪ ধারা ভেঙে কোচবিহার জেলাশাসকের দফতরে ধরনায় বসেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি মালতি রাভা-সহ দলের কর্মী-সমর্থকরা।
সন্ধে ৭.২০
advertisement
নিশীথকে ধরনা তোলার অনুরোধ জানাতে আসেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ এবং কোতোয়ালি থানার আইসি সৌমজিৎ রায়। হঠাৎ কথা কাটাকাটি। অ্যাডিশনাল এসপি ও আইসিকে ধাক্কা নিশীথের দেহরক্ষীদের।
advertisement
সন্ধে ৭.২৫
ধরনা বন্ধ থাকলেও ভিতরেই রয়ে যান বিজেপি প্রার্থী ও তাঁর সঙ্গীরা। পরে কমিশনের আশ্বাসে ধরনা তুলে নেয় বিজেপি। তবে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।
কমিশনের দাবি, শান্তিপূর্ণই হয়েছে কোচবিহারের নির্বাচন। তারপরেও এই ধরনা কি অন্য কোনও ইঙ্গিত দেয়?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2019 12:16 PM IST