ফের বাগডোগরা থেকে শুরু রাতের উড়ান

Last Updated:

সমস্যায় পড়ে অবতরণ বাগডোগরা বিমানবন্দরে ৷ কিন্তু এই সমস্যাই বাগডোগরা বিমানবন্দরের জন্য শাপে বর হয়ে উঠল ৷

#শিলিগুড়ি: সমস্যায় পড়ে রাতে অবতরণ বাগডোগরা বিমানবন্দরে ৷ কিন্তু এই সমস্যাই বাগডোগরা বিমানবন্দরের জন্য শাপে বর হয়ে উঠল ৷ এই সমস্যায় পড়া বিমানই আবার বাগডোগরা থেকে রাতে বিমান পরিষেবা চালু করার নতুন দিশা দেখাল ৷
মাঝে শুরু হয়েও বন্ধ হয়ে গিয়েছিল রাতের বিমান পরিষেবা ৷ কিছু টেকনিক্যাল সমস্যার কারণে উত্তরবঙ্গের অন্যতম বিখ্যাত বিমানবন্দর বাগডোগরা থেকে সূর্যাস্তের পর বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ৷ কিন্তু শনিবারের একটি ঘটনাতেই মনে করা হচ্ছে কাটল সেই সমস্যার জট ৷
কলকাতা-বাগডোগরা-দিল্লি রুটের একটি বিমান গতকাল সন্ধের পর বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করে ৷ বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, জেট এয়ারওয়েজ ৯৭১৩ বিমানটি কলকাতা থেকে ছাড়তে দেরি হয় ৷ ফলে নির্ধারিত সময়ের মধ্যে বাগডোগরা পৌঁছানো সম্ভব হয়নি ৷ কলকাতা থেকে টেকঅফ করার পর শিলিগুড়ির বাগডোগরা বিমানটি যখন অবতরণ করে তখন সন্ধে নেমে গিয়েছে ৷ রাতে আবার ১৪২ জন যাত্রী নিয়ে বিমানটি ওই বিমানবন্দর থেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয় ৷
advertisement
advertisement
বিমানটি রাতের অন্ধকারে সফলভাবে অবতরণ ও টেকঅফ করার পর বাগডোগরা বিমান বন্দর কর্তৃপক্ষের দাবি, রাতের বিমান ওঠানামায় জট কাটল ৷ অদূর ভবিষ্যতে আবারও রাতে বাগডোগরায় বিমান পরিষেবা চালু হতে পারে বলে আশা বিমানবন্দর কর্তৃপক্ষের ৷
উত্তরবঙ্গে পর্যটন শিল্প বিকাশের জন্য বাগডোগরা বিমানবন্দরে রাতে পরিষেবা চালুর উদ্যোগ নেয় রাজ্য সরকার। সেনা বাহিনী, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ও উড়ান সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। তারপরেই বাগডোগরা থেকে রাতের বিমান পরিষেবা চালু করা হয়। বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেট রাতে বিমান চলাচল শুরু করে। বেশিদিন অবশ্য সেই পরিষেবা স্থায়ী হয়নি। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার যাত্রী না মেলার কারণ দেখিয়ে রাতের বিমান বন্ধ করে দেওয়া হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ফের বাগডোগরা থেকে শুরু রাতের উড়ান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement