বন্ধ হোটেল কাম বার! বন্ধ রোজগার! শহরের অসহায় শিল্পীদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি

Last Updated:

মারণ করোনা ওদের জীবনে এনে দিয়েছে অন্ধকার।

#শিলিগুড়ি: করোনা আর লকডাউনের জের। ওদের জীবনে নিয়ে এসছে অনিশ্চয়তা। ওরা আজ অসহায়। বিকল্প ব্যবস্থা নেই। কী খাবেন? পরিবারের অন্য সদস্যদের মুখেই বা কী উপায়ে অন্ন তুলে দেবেন? এই ভাবনাতেই দিন কাটছে ওদের। এখন ওরা বড্ড একা। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে? আর স্বাভাবিক হলেই কী চেনা ছন্দ ফিরে পাবে? উত্তর খুঁজছে ওরা। ওরা মানে কেউ সঙ্গীত শিল্পী, তো কেউ তবলা বাদক, আবার কেউ ড্রাম বাদক। বিভিন্ন অনুষ্ঠানে স্টেজ পারফর্ম করেই ওদের যা আয় হত, তা দিয়েই দিব্বি চলতো সংসার। মারণ করোনা ওদের জীবনে এনে দিয়েছে অন্ধকার। দূর্গা পুজো বা কালি পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান কি আর হবে? কেননা জন সমাগম এড়ানোই করোনার মূল অস্ত্র।
লকডাউনের জেরে বন্ধ হোটেল বার। শহরের বিভিন্ন বারে গান, বাজনা করেই চলতো সংসার। আজ সেখানে নেমে এসেছে আঁধার। বন্ধ ওদের গান, বাজনাও। আনলক ওয়ানেও খোলেনি বার। কবে খুলবে তা এখোনও নিশ্চিত নয়। আর খুললেই কী স্বাভাবিক অবস্থায় ফিরবে বারগুলো? দেখা যাবে ভিড়? উত্তর খুঁজছে শিল্পীরা। এখন এক অনিশ্চিত সময়ের মুখে দাঁড়িয়ে ওরা। শিলিগুড়িতে এমন শিল্পীর সংখ্যা কম নয়। এই অসহায়তার মাঝে ওদের পাশে এসে দাঁড়িয়েছে শহরেরই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এগিয়ে এসছে যুব তৃণমূলের ডাবগ্রাম-ফুলবাড়ির নেতা, কর্মীরা। কয়েক দফায় তুলে দিয়েছে খাদ্য সামগ্রী।
advertisement
আজও শিলিগুড়ি গার্লস কলেজের সামনে চলে শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় শিল্পীদের হাতে। এক কঠিন সময়ের মধ্যে চলছে ওদের জীবন, সংসার। প্রায় তিন মাস হতে চললো। বন্ধ বার। হচ্ছে না সাংস্কৃতিক অনুষ্ঠানও। আজ ওদের হাতে তুলে দেওয়া হয় পরিমান মতো চাল, ডাল, সোয়াবিন, আটা, লবন, সাবান এবং মাস্ক। যুব তৃণমূলের সভাপতি গৌতম গোস্বামী জানান, আজ ওদের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অত্যন্ত কষ্টে দিন কাটছে। আর তাই ওদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত। আগামীতেও চলবে।
advertisement
advertisement
Partha Pratim Sarkar
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বন্ধ হোটেল কাম বার! বন্ধ রোজগার! শহরের অসহায় শিল্পীদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement