Holi Special Train Dol Purnima 2024: সুখবর! দোল পূর্ণিমায় ৪ জোড়া স্পেশ্যাল ট্রেন, উৎসবের জেরে ভিড়ে নাজেহাল যাত্রীদের জন্য স্বস্তির খবর
- Published by:Teesta Barman
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Holi Special Train Dol Purnima 2024নিশ্চিন্তে যান উত্তরবঙ্গের পর্যটন সার্কিটে। হোলি উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেল দ্বারা চার জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
হোলি উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেল দ্বারা চার জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই স্পেশ্যাল ট্রেনগুলি ডিব্রুগড়-গোরখপুর, নিউ জলপাইগুড়ি-গোরখপুর, নিউ জলপাইগুড়ি-আসানসোল ও কাটিহার-রাঁচির মধ্যে চালানো হবে। প্রত্যেকটি ট্রেন ২টি ভরে ট্রিপের জন্য চলাচল করবে।
ট্রেন নং. ০৫৭৬৪ (নিউ জলপাইগুড়ি-আসানসোল) নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ২২ ও ২৯ মার্চ, ২০২৪ তারিখ, শুক্রবার ২১.৪৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১০.২৫ ঘণ্টায় আসানসোল পৌঁছবে। একইভাবে ট্রেন নং. ০৫৭৬৩ (আসানসোল-নিউ জলপাইগুড়ি) আসানসোল স্টেশন থেকে ২৩ ও ৩০ মার্চ, ২০২৪ তারিখ, শনিবার ১৩.০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০২.৩০ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ট্রেন নং. ০৫৭৬২ (কাটিহার-রাঁচি) কাটিহার স্টেশন থেকে ২১ ও ২৮ মার্চ, ২০২৪ তারিখ, বৃহস্পতিবার ২২.৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৪.২৫ ঘণ্টায় রাঁচি পৌঁছবে।
advertisement
advertisement
একইভাবে ট্রেন নং. ০৫৭৬১ (রাঁচি-কাটিহার) রাঁচি স্টেশন থেকে ২২ ও ২৯ মার্চ, ২০২৪ তারিখ, শুক্রবার ২০.৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১১.০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। ট্রেন নং. ০৫৯৭৮ (ডিব্রুগড়-গোরখপুর) ডিব্রুগড় স্টেশন থেকে ২১ ও ২৮ মার্চ, ২০২৪ তারিখ, বৃহস্পতিবার ১৯.২৫ ঘণ্টায় রওনা দিয়ে শনিবার ০৬.২৫ ঘণ্টায় গোরখপুর পৌঁছবে।
advertisement
একইভাবে ট্রেন নং. ০৫৯৭৭ (গোরখপুর-ডিব্রুগড়) গোরখপুর স্টেশন থেকে ২৬ মার্চ ও ২ এপ্রিল, ২০২৪ তারিখ, মঙ্গলবার ১০.৪৫ ঘণ্টায় রওনা দিয়ে বৃহস্পতিবার ০১.১০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে। ট্রেন নং. ০৫৭৭৮ (নিউ জলপাইগুড়ি-গোরখপুর) নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ২৫ মার্চ ও ০১ এপ্রিল, ২০২৪ তারিখ, সোমবার ১৫.০০ ঘণ্টায় রওনা দিয়ে মঙ্গলবার ০৬.২৫ ঘণ্টায় গোরখপুর পৌঁছবে।
advertisement
একইভাবে ট্রেন নং. ০৫৭৭৭ (গোরখপুর-নিউ জলপাইগুড়ি) গোরখপুর স্টেশন থেকে ২৩ মার্চ ও ৩০ মার্চ, ২০২৪ তারিখ, শনিবার ১০.৪৫ ঘণ্টায় রওনা দিয়ে রবিবার ০৫.০০ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-এর ওয়েবসাইটে উপলব্ধ এবং বিভিন্ন সংবাদপত্রে ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অধিসূচিত করা হয়েছে। যাত্রা শুরু করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2024 10:12 AM IST