South Dinajpur News : নজরকাড়া সাফল্য! রাজ্য পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে পদক সম্রাটের!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
ঝাড়খণ্ডের রাঁচিতে রাজ্য পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন বালুরঘাটের সম্রাট অধিকারী। বেঞ্জ প্রেস ক্যাটাগরিতে ৬৬ কেজি ওজনের পুরুষ সিনিয়র বিভাগে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে সম্রাট। এই সাফল্যের পরেই রাজ্য সহ জেলার পাওয়ার লিফটিংয়ের ক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর: ঝাড়খণ্ডের রাঁচিতে রাজ্য পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে বড় সাফল্য পেল বালুরঘাটের সম্রাট অধিকারী। বেঞ্জ প্রেস ক্যাটাগরিতে ৬৬ কেজি ওজনের পুরুষ সিনিয়র বিভাগে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে সম্রাট। এই সাফল্যের পরেই রাজ্য সহ জেলার পাওয়ার লিফটিংয়ের ক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই পাওয়ার লিফটিং প্রতিযোগীতায় অংশ নেওয়া ৪টি রাজ্যের (ঝাড়খণ্ড, বিহার উড়িষ্যা, পশ্চিমবঙ্গ) প্রায় ৩০০ জন প্রতিযোগীর মধ্যে জয়ীর পদক জিতে আরও এক ধাপ এগিয়ে গেলেন দক্ষিণ দিনাজপুর তথা বালুরঘাটের সম্রাট অধিকারী। কৃতি প্রতিযোগীর জয় জয়কার তো বটেই, সঙ্গে পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় এই শহরের জয় জয়কার হল এবার রাজ্যস্তরে। এবিষয়ে সম্রাট জানান, \”সকলকেই স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিৎ বলে জানান সম্রাট। জিম হোক বা যোগা বা সাঁতার শরীর ও মন ভাল রাখার জন্য প্রতিদিন যেকোনও শারীরিক ব্যয়াম ভীষণ দরকারি। যা মনোযোগ সহকারে করলে শরীর ও স্বাস্থ্যের পাশাপাশি মানুষ ডিপ্রেশন থেকে মুক্তি পাবে বলে জানান তিনি। কঠিন পরিশ্রমের ফলস্বরূপ রাজ্য পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে তাঁর এই সাফল্য ছিনিয়ে আনা।
আগামীতে আরও বড় লক্ষ্য রয়েছে যাতে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় নিজের নাম লেখাতে পারে সে।\” ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত রাজ্য পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে বেঞ্জ প্রেস, ডেড লিফ্ট, স্কোয়াট ও আর্ম রেসলিং এর উপর প্রতিযোগিতা হয়েছিল। যেখানে পশ্চিমবঙ্গের হয়ে বেঞ্জ প্রেসে ৬৬ কেজি ওজনের পুরুষ সিনিয়র বিভাগে তৃতীয় স্থানে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেয় বালুরঘাট শহরের ফিটনেস ওয়ারিয়র্স জিমের কর্ণধার সম্রাট অধিকারী। এই সাফল্য ব্যাপকভাবে সাড়া ফেলেছে রাজ্য স্তরে। জিম কর্ণধারের এই প্রতিভা ও কঠোর পরিশ্রম দেশের অন্যতম পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় প্রতিষ্ঠিত করবে। ইতিমধ্যেই কৃতি প্রতিযোগী সম্রাটকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে বালুরঘাটবাসী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 5:11 PM IST