#কলকাতা: প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ ইস্যুতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ সফল হওয়ার পরও নিয়োগ করা হয়নি যে পরীক্ষার্থীদের তাদের অবিলম্বে নিয়োগ করার নির্দেশ দিয়েছে আদালত ৷
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও চাকরি পাননি এই অভিযোগে উত্তর দিনাজপুরের বাসিন্দা রিজওয়ান আলম রিয়াজ সহ ছয় সফল পরীক্ষার্থী আদালতের দ্বারস্থ হন ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি মীরা দারা শেকো পর্ষদকে নির্দেশ দিয়েছেন একমাসের মধ্যে উত্তর দিনাজপুরের উর্দু বিষয়ে সফল ১০৫ জনকে নিয়োগপত্র দিতে হবে ৷
আদালত সূত্রে খবর, ২০১৬ সালে সেপ্টেম্বর মাসে উত্তর দিনাজপুরের জেলা প্রাথমিক শিক্ষা সংসদ লিখিতভাবে পর্ষদকে জানিয়েছিল, ওই জেলায় উর্দু ভাষা শিক্ষকের ১১০টি শূন্যপদ রয়েছে। অথচ বিজ্ঞপ্তিতে পর্ষদ উল্লেখ করে শূন্যপদেক সংখ্যা ৩২১টি ৷ প্রাথমিক টেট পরীক্ষায় ওই জেলা থেকে পাশ করে ২১৫ জন প্রার্থী ৷ চুড়ান্ত ইন্টারভিউয়ের পর পর্ষদ অনুমোদিত শূন্যপদে ১১০ জন নিযুক্ত হন ৷ সফল হয়েও চাকরিতে যোগ দিতে পারেননি ১০৫ জন ৷
আদালতের রায়ে নতুন করে আশার আলো পেলে উত্তর দিনাজপুরে উর্দু ভাষায় সফল ১০৫ জন পরীক্ষার্থী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court, Primary School Teacher, Primary Teacher, Primary Teacher Appointment