প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ- সফল হয়েও চাকরি না পাওয়া পরীক্ষার্থীদের জন্য সুখবর
Last Updated:
#কলকাতা: প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ ইস্যুতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ সফল হওয়ার পরও নিয়োগ করা হয়নি যে পরীক্ষার্থীদের তাদের অবিলম্বে নিয়োগ করার নির্দেশ দিয়েছে আদালত ৷
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও চাকরি পাননি এই অভিযোগে উত্তর দিনাজপুরের বাসিন্দা রিজওয়ান আলম রিয়াজ সহ ছয় সফল পরীক্ষার্থী আদালতের দ্বারস্থ হন ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি মীরা দারা শেকো পর্ষদকে নির্দেশ দিয়েছেন একমাসের মধ্যে উত্তর দিনাজপুরের উর্দু বিষয়ে সফল ১০৫ জনকে নিয়োগপত্র দিতে হবে ৷
আদালত সূত্রে খবর, ২০১৬ সালে সেপ্টেম্বর মাসে উত্তর দিনাজপুরের জেলা প্রাথমিক শিক্ষা সংসদ লিখিতভাবে পর্ষদকে জানিয়েছিল, ওই জেলায় উর্দু ভাষা শিক্ষকের ১১০টি শূন্যপদ রয়েছে। অথচ বিজ্ঞপ্তিতে পর্ষদ উল্লেখ করে শূন্যপদেক সংখ্যা ৩২১টি ৷ প্রাথমিক টেট পরীক্ষায় ওই জেলা থেকে পাশ করে ২১৫ জন প্রার্থী ৷ চুড়ান্ত ইন্টারভিউয়ের পর পর্ষদ অনুমোদিত শূন্যপদে ১১০ জন নিযুক্ত হন ৷ সফল হয়েও চাকরিতে যোগ দিতে পারেননি ১০৫ জন ৷
advertisement
advertisement
আদালতের রায়ে নতুন করে আশার আলো পেলে উত্তর দিনাজপুরে উর্দু ভাষায় সফল ১০৫ জন পরীক্ষার্থী ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 01, 2017 3:41 PM IST