এসেছে ১০টি নতুন বাস... চা বাগানে চালু হচ্ছে বাস পরিষেবা! পাতা তোলার ট্রাক্টর নিয়ে আর নয় যাতায়াত
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Rachana Majumder
Last Updated:
চা বাগানের ছাত্র-ছাত্রীদের জন্য অবশেষে চালু হচ্ছে বাস পরিষেবা। সূত্রের খবর, আগামিকালই এই পরিষেবা চালু হতে চলেছে। আপাতত ১০টি নতুন বাস এসেছে।
আলিপুরদুয়ার: চা বাগানের ছাত্র-ছাত্রীদের জন্য অবশেষে চালু হচ্ছে বাস পরিষেবা। সূত্রের খবর, আগামিকালই এই পরিষেবা চালু হতে চলেছে। আপাতত ১০টি নতুন বাস এসেছে।
শনিবার আলিপুরদুয়ার মাঝের ডাবরি চা বাগানে অভিষেক বন্দোপাধ্যায়ের সভায় এই বাস চালানোর প্রসঙ্গ ওঠে। রাজেশ ওঁরাও নামে এক চা বাগানের শ্রমিক অভিষেককে প্রশ্ন করার সময় বলেন, বাচ্চাদের পশুর মতো করে পাতা তোলার ট্রাক্টরে নিয়ে যাতায়াত করা হয় স্কুলে। বাস চালু হবে দীর্ঘদিন ধরে তারা শুনছেন। কবে চালু হবে বাস? রাজেশের উত্তরে অভিষেক জানান, আগামী পরশু (সোমবার) থেকে বাস চালু হবে। প্রয়োজনে আগামীদিনে রুট বাড়বে।
advertisement
advertisement
রাজ্য শ্রম দফতর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সহযোগিতায় এই বাস চালাবে। নাগরাকাটা ও মালবাজার থেকে এই পরিষেবা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ধাপে ধাপে বাড়বে বাসের সংখ্যা। যে সব রুটে বাস চালানোর পরিকল্পনা – আলিপুরদুয়ার -১) লঙ্কাপাড়া থেকে বীরপাড়া ২) টোটোপাড়া থেকে মাদারিহাট ৩) ডেকপাপাড়া থেকে বীরপাড়া ৪)সেন্ট্রাল ডুয়ার্স থেকে কালচিনি ৫) মুজনাই চা বাগান থেকে এথেলবাড়ি, জলপাইগুড়ি – ১)পাথরঝোড়া চা বাগান থেকে ওদলাবাড়ি মোড় ২) ইঙ্গু চা বাগান থেকে মেটেলি ৩) বামনডাঙ্গা চা বাগান থেকে চেংমারি টি এস্টেট হাই স্কুল ৪) হিল্লা টি এস্টেট থেকে চেংমারি টি এস্টেট হাই স্কুল ৫)যোগেশচন্দ্র চা বাগান থেকে রাজডাঙ্গা পি এম হাইস্কুল ৬)মোগলকাটা চা বাগান থেকে বানারহাট হাইস্কুল৷ প্রায় ৩ কোটি ১৪ লক্ষ টাকা দিয়ে বাস কেনা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2026 2:14 PM IST









