জাতীয় সড়ক সম্প্রসারণের উদ্যোগ, শিলান্যাস করবেন নীতিন গড়কড়ি
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
২৪-এর আগে নয়া জাতীয় সড়ক পাচ্ছে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র!
#পার্থপ্রতিম সরকার, শিলিগুড়ি: শিলিগুড়ির বালাসন সেতু থেকে সেবক সেনা ছাউনি পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের উদ্যোগ নিল কেন্দ্র। এই ১২ কিলোমিটার জাতীয় সড়ক সম্প্রসারণের শিলান্যাস করবেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি। এ জন্যে বালাসন নদীর পুরনো সেতুর পাশে ৩ লেনের আরও দুটি সেতু হবে। মহানন্দা নদীর উপরেও তিন লেনের একটি নয়া সেতু তৈরি হবে।
গত বছরে পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে বালাসন সেতুর একাংশ ক্ষতিগ্রস্থ হয়। বহু মাস বন্ধ ছিল সেতু। ঘুরপথে চলছিল যানবাহন। সম্প্রতি সংস্কারের পর তা চালু হলেও ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এবারে শহরের গতি বাড়াতে ১২ কিলোমিটার রাস্তা সম্প্রসারনের জন্যে খরচ হবে এক হাজার কোটি টাকা। তার টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ২০২৪-এর আগেই এই কাজ শেষ হবে। আজ একথা জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।
advertisement
তিনি জানান, এতে সুবিধা পাবে দার্জিলিং ও সিকিম সহ অসম, মণিপুরের বাসিন্দারা। দার্জিলিং মোড় যানজট মুক্ত হবে। যে যানজটের ফাঁসে প্রতিদিনই পড়তে হয় স্থানীয় বাসিন্দা, স্কুল পড়ুয়া থেকে পর্যটকেরা। কেননা এই পথ ধরেই পাহাড় ও ডুয়ার্সের সঙ্গে বাগডোগরা বিমানবন্দরের যোগাযোগ। নয়া রাস্তা হলে শহরের গতি কয়েক গুণ বাড়বে। কেন্দ্রের এহেন উদ্যোগের প্রশংসা সাংসদের গলায়। এমনকী এনিয়ে ভিডিও ক্লিপিংসও তৈরী করেছেন বিস্তা। তাঁর দাবী, তিনিই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথা বলে তা পাশ করিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- সারনা ধর্ম নিয়ে টালবাহানা কেন্দ্রের, ব্যাপক প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস
অন্যদিকে এই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজের জন্য মুখ্যমন্ত্রীর ভূমিকার কথা শিলিগুড়ির মেয়রের গলায়। তিনি বলেন, "মনমোহন সিংয়ের আমল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কেন্দ্রকে জানিয়ে আসছিলেন। পরে নীতিন গড়কড়ির সঙ্গেও বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। ইন্দো-চীন না থুলা সীমান্ত রয়েছে। দেশের অভ্যন্তরীন সুরক্ষার জন্যে এই জাতীয় সড়কের গুরুত্ব অপরিসীম।" অবশেষে কেন্দ্রের শীত ঘুম ভাঙায় খুশী শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2022 7:37 PM IST