North Bengal news: শিলিগুড়ি এসএনটি বাস টার্মিনাসে রহস্য! মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি আধুনিক পিস্তল-সহ ধৃত যুবক
- Reported by:Ricktik Bhattacharjee
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
North Bengal news: শিলিগুড়ি শহরের এসএনটি বাস টার্মিনাস এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি অটোমেটিক পিস্তল উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ। সঙ্গে মিলেছে দুই রাউন্ড তাজা কার্তুজও।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়ি শহরের এসএনটি বাস টার্মিনাস এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি অটোমেটিক পিস্তল উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ। সঙ্গে মিলেছে দুই রাউন্ড তাজা কার্তুজও। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি এই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হওয়ার পর গোটা ঘটনার পেছনে কোন চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছে শিলিগুড়ি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর আসে—এসএনটি বাস টার্মিনাসের আশপাশে এক যুবক সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছে, এবং তার কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থাকতে পারে। খবর পাওয়ার পরেই প্রধাননগর থানার একটি বিশেষ টিম সেখানে পৌঁছে অভিযানে নামে। আটক করা হয় এক যুবককে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকেই উদ্ধার হয় ওই বিদেশি তৈরি আধুনিক পিস্তল এবং দুই রাউন্ড কার্তুজ।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম সাগর মঙ্গর। বাড়ি কালিম্পং জেলায়। সে কোন উদ্দেশ্যে শিলিগুড়িতে এসেছিল, কার কাছ থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছে এবং কার সঙ্গে যোগাযোগ ছিল—সব দিকেই তদন্ত শুরু হয়েছে। অস্ত্র উদ্ধারের পেছনে বড় কোনও চক্র জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ধৃতকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। তদন্তকারীরা আশা করছেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে আগ্নেয়াস্ত্র আসার রুট এবং সম্ভাব্য দালালচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 22, 2025 9:23 PM IST










