Alipurduar News: এবার আলিপুরদুয়ারের চা বাগানে হাতির মৃত্যু, কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News: ঝাড়গ্রামে হাতির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রতিবাদ এখনও অব্যাহত। এরই মধ্যে আরও এক হাতির মৃত্যুর খবর। এবার ঘটনাস্থল আলিপুরদুয়ার। এক বুনো হাতির রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য।
আলিপুরদুয়ার: ঝাড়গ্রামে হাতির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রতিবাদ এখনও অব্যাহত। এরই মধ্যে আরও এক হাতির মৃত্যুর খবর। এবার ঘটনাস্থল আলিপুরদুয়ার। এক বুনো হাতির রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের রায়মাটাং চা বাগানে। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
এদিন দুপুরে এক পূর্ণবয়ষ্ক স্ত্রী হাতির মৃতদেহ উদ্ধার হয় চা বাগান থেকে। আলিপুরদুয়ার জেলার রায়মাটাং চা বাগানের পাঁচ নং সেকশনে এদিন এলাকার বাসিন্দারা দেখতে পান হাতিটিকে। প্রথমে দেখে অনেকেই বুঝতে পারেনি হাতিটি মৃত। কারণ সেটি বসে ছিল। অনেক সাহস নিয়ে সামনে যেতেই দেখা যায় হাতিটি মৃত।
এরপর তারা বনদফতরের পানা রেঞ্জ-এ খবর দেন। ঘটনাস্থলে পানা রেঞ্জ থেকে বনকর্মীরা পৌছায়।বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা ঘটনাস্থলে পৌছায়। এডিএফও নবিকান্ত ঝা এর অনুমান দলগত কোনও সমস্যার শিকার হাতিটি।
advertisement
advertisement
হাতিটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বনকর্মীরা। এরপর বুনো হাতির মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মত বন দফতরের। হাতিটির বয়স ১৮ থেকে ২০ বছর বলে জানা গিয়েছে। তবে ঠিক কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2024 5:52 PM IST