বাবা-মা অসুস্থ, চায়ের দোকান চালিয়েই উচ্চমাধ্যমিকে ৪৬৮ পেলেন মুর্শিদাবাদের আরমান
- Published by:Rukmini Mazumder
Last Updated:
বাবা, মা অসুস্থ। চায়ের দোকান চালিয়েই সংসারের খরচ জোগান মুর্শিদাবাদের বাসিন্দা আরমান শেখ। সেই আরমানই এ'বছর উচ্চমাধ্যমিকে ৪৬৮ নম্বর পেয়ে সকলকে চমকে দিলেন!
#মুর্শিদাবাদ: বাবা, মা অসুস্থ। চায়ের দোকান চালিয়েই সংসারের খরচ জোগান মুর্শিদাবাদের বাসিন্দা আরমান শেখ। সেই আরমানই এ'বছর উচ্চমাধ্যমিকে ৪৬৮ নম্বর পেয়ে সকলকে চমকে দিলেন! মুর্শিদাবাদের সুতি-১ ব্লকের বহুতালী হাইস্কুল থেকে এ'বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন আরমান। শুক্রবার ফল প্রকাশিত হতেই দরিদ্রের ঘরে যেন আলো ফুটল। যদিও আগামিদিনে অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখলেও অর্থাভাবে কার্যত থমকে দাঁড়িয়েছে তাঁর স্বপ্ন।
বাবা অসুস্থ, ছোট্ট চায়ের দোকান চালিয়েই উচ্চমাধ্যমিকে ৪৬৮ নম্বর পেয়ে আরমান এখন সকলের কাছে দৃষ্টান্ত। ভাল রেজাল্ট হলেও কলেজের পড়াশোনা কী করে চালাবেন তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন সদ্য ১৮ পার করা আরমান। বাবা নিবিড় শেখ বলেন, '' সংসারটা ওর ওপর নির্ভরশীল। আমি অসুস্থ। চায়ের দোকানে দাঁড়িয়ে কাজ করতে পারিনা। কলেজে কী করে ভর্তি করব তা ভেবে পাচ্ছিনা।'' তবে রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের বাড়ি ওই এলাকায়। তিনি বলেন, '' এত অভাবের মধ্যেও এত ভালো রেজাল্ট ভাবা যায় না। ওর পড়াশোনার যাতে কোনও অসুবিধা না হয়, আমি দেখব।''
advertisement
Pranab Kumar Banerjee
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 18, 2020 8:54 PM IST