Mother's Day: মেয়েকে মানুষ করতে মায়ের অদম্য লড়াই! মাতৃদিবসে একরাশ শুভেচ্ছা মন্দিরা দেবীকে! এই মায়ের গল্প সম্ভ্রম বাড়ায়
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Mother's Day: মাতৃ দিবস উপলক্ষে সকল মায়েদের কুর্নিশ যাঁদের অসম লড়াই পথ দেখায় আরও অনেককে। ঠিক সেরকমই এক হৃদয়স্পর্শী চিত্র উঠে এসেছে শহর জলপাইগুড়িতে।
জলপাইগুড়ি: মা’ পৃথিবীর সবচেয়ে মধুর ডাক। মায়ের উপস্থিতি একটি পরিবারকে সম্পূর্ণ করে। মাতৃ দিবস উপলক্ষে সকল মায়েদের কুর্নিশ যাঁদের অসম লড়াই পথ দেখায় আরও অনেককে। ঠিক সেরকমই এক হৃদয়স্পর্শী চিত্র উঠে এসেছে শহর জলপাইগুড়িতে। স্বামী মারা যাওয়ার পর অপটু হাতে সংসারের হাল ধরেছিলেন মন্দিরা দাস। ধীরে ধীরে তিনিই এখন পরিবারের শক্ত শেকড় যুক্ত বট গাছ।
বিগত কয়েক বছর ধরে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গেই সাইকেলে চেপে শহরের বহু বাড়ি বাড়ি খবরের কাগজ ফেরি করে বেড়ান মন্দিরা দেবী। দু’চাকার সাইকেলে ভর দিয়েই চলে সংসার আর মেয়েকে মানুষের মতো মানুষ করে তোলার লড়াই। মা-বেটিতে কোনওরকমে চলে যায় সংসার কিন্তু মেয়েকে নিয়ে দু’চোখে স্বপ্ন অনেক। সেই স্বপ্নকে সফল করতে এই লড়াই লড়ছে এই ‘মা’।
advertisement
জলপাইগুড়ি বেগুন্টারি এলাকার বাসিন্দা মন্দিরা দেবী। নারীরাও যে যেকোনও সমস্যা একা হাতে সামলে লড়ে যেতে পারে তারই জ্বলন্ত উদাহরণ এই মন্দিরা দেবী। জানা গিয়েছে, মন্দিরা দেবীর স্বামী বাড়ি বাড়ি পেপার ফেরি করতেন। হঠাৎ স্বামীর মৃত্যুর পর একমাত্র মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সংসারের হাল ধরেছেন মন্দিরা দেবী। সাইকেলকে ভরসা করে তিনি খবরে কাগজ বিক্রি করছেন। পাশাপাশি দুপুরে একটি ব্যাঙ্কের ছোট ক্যান্টিনও চালান তিনি। এভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সততার নজির গড়েছেন তিনি। মন্দিরা দেবীর মতো যে নারীরা মা- এর ভূমিকা পালন করে সততার সঙ্গে রাত দিন এক করে স্বপ্ন পূরণের লড়াইয়ে ব্রতী হয়েছেন তাদের মাতৃদিবসের দিন কুর্নিশ।
advertisement
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2024 9:19 PM IST