Bangla Video: নিকাশি নালায় মশার আঁতুরঘর, প্রশাসন নীরব! ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

Last Updated:

Bangla Video:এতে করেই উত্তর দিনাজপুর জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে এক ব্যক্তি। অভি‌যোগ গ্রামবাসীদের । উল্লেখ্য গ্রামে দীর্ঘদিন ধরে নেই কোন জল নিকাশি নালা

+
নিকাশি

নিকাশি নালা 

উত্তর দিনাজপুর: নিকাশি নালায় মশার চাষ! ক্ষোভে গ্রামবাসীরা! এই ঘটনাটি হয়েছে ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের হেমতপুর গ্রামে। সামান্য বৃষ্টি এবং প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জল যাওয়ার কোন ব্যবস্থা না থাকায় বিভিন্ন জায়গায় জলাবদ্ধ হয়ে নালায় পরিণত হয়েছে । ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সেই জমা জলেই হচ্ছে মশার জন্ম। সেই মশা থেকে অবাধে ছড়াচ্ছে ডেঙ্গু।
এতে করেই উত্তর দিনাজপুর জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে এক ব্যক্তি। অভি‌যোগ গ্রামবাসীদের । উল্লেখ্য গ্রামে দীর্ঘদিন ধরে নেই কোন জল নিকাশি নালা। জানা যায় গত দুবছর আগে গ্রামে জল নিকাশি নর্দমারকাজ করার জন্য রাস্তা জুড়ে গর্ত করা হয় পঞ্চায়েত দফতরের উদ্যোগে। কিন্তু গ্রামের বাসিন্দাদের অভিযোগ নর্দমা আর তৈরি হয়নি।
advertisement
advertisement
গ্রামবাসীদের আরও অভিযোগ, বর্তমানে রাস্তা জুড়ে গর্তের জমা জলে মশার উৎপাতে গ্রামের এক ব্যক্তি ডেঙ্গুর জ্বরে চিকিৎসাধীন, মনে করা হচ্ছে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে। তাই স্থানীয়দের একটাই দাবি তৎপরতার সাথে দ্রুত নর্দমার ব্যবস্থা করা হোক।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla Video: নিকাশি নালায় মশার আঁতুরঘর, প্রশাসন নীরব! ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement