লকডাউনে বিয়ে বাড়িতে আটকে প্রায় ৫০ জন আত্মীয় স্বজন, মাথায় হাত গৃহকর্তার
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
এতজনের খাবারের যোগান দিতে হিমসিম অবস্থা গৃহকর্তার।
#মালদহ:-আত্মীয়ের বিয়েতে এসে লকডাউনে আটকে পড়েছেন বিহারের মধুবনী জেলার প্রায় ৫০ জন আত্মীয় স্বজন। গত ২২ মার্চ মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসেন এঁরা। এরপর লকডাউন শুরু হয়ে যাওয়ায় বিহারে ফিরে যেতে পারেননি কেউই।
গত প্রায় ১০ দিন ধরে বিয়ে বাড়িতেই থাকা খাওয়ার ব্যবস্থা। এতজনের খাবারের যোগান দিতে হিমসিম অবস্থা গৃহকর্তার। আবার স্বজনদের দায়িত্ব এড়িয়ে যাওয়ারও উপায় নেই। শেষপর্যন্ত পাশে দাঁড়াল স্থানীয় মানুষজন এবং প্রশাসন।
মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটার বাসিন্দা মহম্মদ নুর আলমের ভাই এর বিয়ে ছিল গত ২২ মার্চ। বিয়ের আগেই হাজির হয়েছিলেন বিহারের মধুবনী জেলার আত্মীয়দের বড়সড় দল। যাঁরা সংখ্যায় ৪৭ থেকে ৪৮ জন। ২২ তারিখ বিয়ের পরদিন ২৩ তারিখ ছিল ভোজ। আর এরপর দিন থেকেই শুরু হয়ে যায় লকডাউন। গাড়ি চলাচল না করায় আর কেউই বাড়ি ফিরতে পারেননি।
advertisement
advertisement
ইতিমধ্যে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে গিয়ে বাড়ির সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সকলেই আপাতত করোনা মুক্ত। কিন্তু, দল বেঁধে বাড়ি ফেরার উপায় নেই। সামাজিক দুরত্বের ভাবনাও কার্যকর করা কার্যতঃ অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এর থেকেও বড় সমস্যা দেখা দিয়েছে দৈনন্দিন খাবারের। প্রথম কয়েকদিন কোনওরকমে চললেও এখন বেকায়দায় গৃহকর্তা। খবর পেয়ে বৃহস্পতিবার ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে হরিশ্চন্দ্রপুর থানা এবং ব্লক প্রশাসন। পাশে দাঁড়ান প্রতিবেশীরাও। প্রশাসন ও প্রতিবেশীরাই আপাতত প্রত্যেকের খাবার যোগান দেওয়ার দায়িত্ব নিয়েছেন।
advertisement
Sebak Deb Sharma
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2020 12:06 AM IST