Alipurduar News: মুহূর্তে ভেঙে গেল ১৬টি বাড়ি! ভয়াবহ পরিস্থিতি কালচিনিতে, জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News: বৃষ্টি যেন কিছু ছাড়ছেনা কালচিনির।আলিপুরদুয়ারে কালচিনি মালি লাইন এলাকায় ১০টি পাকা বাড়ি ধসে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসনিক সাহায্য না পেয়ে এলাকার বাসিন্দারা নিজেরাই প্রাণের ঝুঁকি নিয়ে ছাড়ছেন বাড়িঘর।
আলিপুরদুয়ার: বৃষ্টি যেন পিছু ছাড়ছে না কালচিনির। আলিপুরদুয়ারে কালচিনি মালি লাইন এলাকায় ১০টি পাকা বাড়ি ধসে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসনিক সাহায্য না পেয়ে এলাকার বাসিন্দারা নিজেরাই প্রাণের ঝুঁকি নিয়ে ছাড়ছেন বাড়িঘর।
বন্যা পরিস্থিতি একই রয়ে গিয়েছে কালচিনি এলাকায়। এই এলাকার ১০০-১৫০ বাসিন্দা ঘরছাড়া ৷ অনেকেই ইতিমধ্যে তাঁদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। প্রবল বৃষ্টির জেরে বুধবার থেকে বন্যা পরিস্থিতি কালচিনিতে। জলে ডুবে রয়েছে গোটা এলাকা। গুদাম লাইন এলাকায় ছয়টি পাকা বাড়ি ধ্বসে যেতে বসেছে। আর মালি লাইন এলাকায় দশটি বাড়ি ধসে যাচ্ছে।
advertisement
এদিকে প্রশাসনের তরফে কোন সহযোগিতা না মেলায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। বুধবার থেকে তারা না খাওয়া। এদিকে শুক্রবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। আলিপুরদুয়ার জেলার সর্বত্র বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকা। বৃষ্টিতে জলের প্রবল স্রোতে ধ্বসে যাচ্ছে কালচিনি মালি লাইন এলাকার বেশ কয়েকটি পাকা বাড়ি। যেকোনো মুহূর্তে পড়ে যেতে পারে। বাড়ি ছেড়ে দিয়েছে বেশ কয়েকটি পরিবার।
advertisement
advertisement
বাসিন্দারা জানান ভাঙ্গনের জেরে এলাকার ছয়জন বাসিন্দাদের ঘর ভেসে যাচ্ছে, যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে, বাড়ি বাঁচানোর কোনও উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। এদিকে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব দেখে গিয়েছেন এলাকা। তিনি জানিয়েছেন,”জেলাশাসকের সঙ্গে কথা বলে বন্যা দুর্গতদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হবে।” তার মতে চা বাগান থেকে জল চলে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2024 8:16 PM IST