Money Fraud Case: ভালবাসা না বিষাক্ত প্রেম? প্রেমিকাকে কাছে ডেকে এমনও করা যায়? মালদহের কাণ্ড শুনলে থ হবেন!
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Money Fraud Case: পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধাননগর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত যুবক নিজেকে বিভিন্ন বেসরকারি সংস্থা ও সরকারি দফতরের ‘যোগাযোগ কর্মকর্তা’ হিসেবে পরিচয় দিত।
মালদহ, জিএম মোমিন: প্রেমের সম্পর্ক গড়ে তুলে চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক লক্ষাধিক টাকা প্রতারণা, অবশেষে পুলিশের জালে গ্রেফতার যুবক। বৃহস্পতিবার রাতে মালদার চাঁচলের দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বারাসাত ও মালদহের চাঁচল থানার পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অসীম সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধাননগর সাইবার ক্রাইমে তার নামে অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত যুবক নিজেকে বিভিন্ন বেসরকারি সংস্থা ও সরকারি দফতরের ‘যোগাযোগ কর্মকর্তা’ হিসেবে পরিচয় দিত।
আরও পড়ুন: নিজের দল গড়েছেন, তবে ভোট ম্যানেজারি ছাড়েননি! এবার কোন দলের দায়িত্বে প্রশান্ত কিশোর জানেন? বিধানসভা ভোটের আগে বিরাট খবর
ওই পরিচয় ব্যবহার করে সে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে এবং পরবর্তীতে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করে বলে অভিযোগ। কিন্তু চাকরি তো দূরের কথা, টাকার পাওয়ার পরেও কোনও চাকরির প্রক্রিয়া শুরু হয়নি দেখে সন্দেহ জাগে তরুণীর।
advertisement
advertisement
আরও পড়ুন: কলা খাওয়ার সময় কি কলার সুতোগুলিও খান? কলার তন্তু পেটে চলে গেলে কী হয় জানুন
পরে বিষয়টি বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের কাছে জানান ওই তরুণী। এরপরই বারাসত থানার পুলিশ মালদহে এসে চাঁচল থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ভাড়া বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে। ঘটনায় প্রতারণা চক্রের আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2025 4:56 PM IST