দরকারে জীবন বাজি রেখে ফের জলে নামব, ১০টি প্রাণ বাঁচিয়ে বার্তা মালবাজারের মানিকের

Last Updated:

মহম্মদ মানিক জানান, প্রতিমা বিসর্জন দেখার জন্য বন্ধুদের সঙ্গে মালবাজারে গিয়েছিলেন। সেই সময় আচমকাই হড়পা বান আসে। অনেকে ভেসে যাচ্ছেন দেখে নিজের মোবাইল ফোনটা এক বন্ধুর হাতে দিয়ে নদীতে লাফিয়ে পড়েন।

জলপাইগুড়ি: গত ৫ অক্টোবর জলপাইগুড়ির মাল নদীতে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা মন থেকে সরিয়ে ফেলতে চাইলেও, পারছেন না স্থানীয়রা। এরই মাঝে মালবাজার জুড়ে চরম প্রশাসনিক ব্যস্ততা। সূত্রের খবর, আগামিকাল হড়পা বানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। আহতদের সঙ্গে কথা বলতে পারেন৷ আর কুর্নিশ জানাতে পারেন সেই সব সাহসীকে৷ যাঁরা নিজেদের প্রাণের তোয়াক্কা না করেই বিপদের সম্মুখীন হয়ে অনেকের জীবন বাঁচিয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন মানিক৷ ভেসে যাচ্ছিলেন যারা, তাঁদের মধ্যে ১০ জনকে রক্ষা করেন মানিক।
তেসিমলা গ্রামপঞ্চায়েত এলাকার এই যুবকও মাল নদীর ধারে প্রতিমা বিসর্জন দেখতে গিয়েছিলেন। হঠাৎই হড়পা বানে চোখের সামনে মানুষগুলোকে ভেসে যেতে দেখে নিজের জীবনের তোয়াক্কা করেননি তিনি। সোজা ঝাঁপ মারেন জলের স্রোতে। মহম্মদ মানিক জানান, প্রতিমা বিসর্জন দেখার জন্য বন্ধুদের সঙ্গে মালবাজারে গিয়েছিলেন। সেই সময় আচমকাই হড়পা বান আসে। অনেকে ভেসে যাচ্ছেন দেখে নিজের মোবাইল ফোনটা এক বন্ধুর হাতে দিয়ে নদীতে লাফিয়ে পড়েন। প্রায় ১০ জনকে উদ্ধার করেন তিনি। উদ্ধার করতে গিয়ে তাঁর পায়ের আঙুলও কেটে যায়। এরপরই দমকল কর্মীরা তাকে মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় এখন মানিক নায়ক। মানিক জানিয়েছেন, অনেকেই তাঁর সঙ্গে দেখা করছেন। তার সাহসিকতার কথা বলছেন। তাঁর কথায়, ''আগামী দিনেও কেউ বিপদে পড়লে আমি এভাবেই কাজ করব।''
advertisement
ডুয়ার্সের মালবাজার শহরের পাশাপাশি আশেপাশের বিভিন্ন চা বাগান এলাকা থেকে পুজো উদ্যোক্তারা তাঁদের প্রতিমা নিয়ে বিসর্জন দিতে আসেন এই মাল নদীতে। আর সেই বিসর্জন দেখতে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে ৬-৮ হাজার মানুষ সেদিন এসেছিলেন বিসর্জন ঘাটে। হঠাৎই হড়পা বান আসে সে নদীতে। এরপরই জলের তোড়ে ভাসিয়ে নিয়ে যায় মানুষগুলোকে। মৃত্যুকে চোখের এতটা সামনে থেকে চাক্ষুষ করে কেউ কেউ আবার ভীত, কুঁকড়ে গিয়েছেন ভয়ে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দরকারে জীবন বাজি রেখে ফের জলে নামব, ১০টি প্রাণ বাঁচিয়ে বার্তা মালবাজারের মানিকের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement