Mitali Express Train: রেলযাত্রীদের জন‍্য বড় খবর, বাতিল মিতালি এক্সপ্রেস! কবে কবে চলবে না ট্রেন? সামার স্পেশ্য়ালেও বিরাট বদল!

Last Updated:

Mitali Express Train: বাংলাদেশে ইদ উৎসব পালনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে আলোচনা করে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে মিতালি এক্সপ্রেসের পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রেলযাত্রীদের জন‍্য বড় খবর, বাতিল মিতালি এক্সপ্রেস! কবে কবে চলবে না ট্রেন? সামার স্পেশ্য়ালেও বিরাট বদল! (প্রতীকী ছবি)
রেলযাত্রীদের জন‍্য বড় খবর, বাতিল মিতালি এক্সপ্রেস! কবে কবে চলবে না ট্রেন? সামার স্পেশ্য়ালেও বিরাট বদল! (প্রতীকী ছবি)
জলপাইগুড়ি: বাংলাদেশে ইদ উৎসব পালনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে আলোচনা করে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে ট্রেন নং. ১৩১৩২/১৩১৩১ (নিউ জলপাইগুড়ি-ঢাকা-নিউ জলপাইগুড়ি) মিতালি এক্সপ্রেসের পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এছাড়াও যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে দুই জোড়া স্পেশ্যাল ট্রেন নং. ০৬২২১/০৬২২২ (মাইসোর-মুজাফফরপুর-মাইসোর)-এর পরিষেবা দুই ট্রিপের জন্য এবং ট্রেন নং. ০১৬৬৫/০১৬৬৬ (রানি কমলাপতি-আগরতলা-রানি কমলাপতি)-এর পরিষেবা যথাক্রমে উভয় দিক থেকে ২৬টি ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলি বিদ্যমান পরিষেবার দিন, সময়সূচি ও স্টপেজের মধ্যেই চলাচল করবে।
advertisement
সেই অনুযায়ী, ১২, ১৬ ও ১৯ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৩১৩২ (নিউ জলপাইগুড়ি-ঢাকা) মিতালি এক্সপ্রেস বাতিল থাকবে। ১৩, ১৭ ও ২০ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৩১৩১ (ঢাকা-নিউ জলপাইগুড়ি) মিতালি এক্সপ্রেস বাতিল থাকবে। বাংলাদেশে ইদ উৎসবের পরে আবার মিতালি এক্সপ্রেসের স্বাভাবিক পরিষেবা চালু হবে।
advertisement
advertisement
ট্রেন নং. ০৬২২১ (মাইসোর-মুজাফফরপুর) স্পেশ্যালের পরিষেবা ১৭ জুন থেকে ২৪ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার বৃদ্ধি করা হয়েছে। ফেরত যাত্রার সময় ০৬২২২ (মুজাফফরপুর-মাইসোর) স্পেশ্যালের পরিষেবা ২০ জুন থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার বৃদ্ধি করা হয়েছে।
advertisement
একইভাবে ট্রেন নং. ০১৬৬৫ (রানি কমলাপতি-আগরতলা) সাপ্তাহিক এক্সপ্রেস স্পেশ্যালের পরিষেবা ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার বৃদ্ধি করা হয়েছে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০১৬৬৬ (আগরতলা-রানি কমলাপতি) সাপ্তাহিক এক্সপ্রেস স্পেশ্যালের পরিষেবা ৩০ জুন থেকে ২৯ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেনগুলির পরিষেবা বৃদ্ধি করার ফলে সংশ্লিষ্ট রুটগুলির অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা উপকৃত হবেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mitali Express Train: রেলযাত্রীদের জন‍্য বড় খবর, বাতিল মিতালি এক্সপ্রেস! কবে কবে চলবে না ট্রেন? সামার স্পেশ্য়ালেও বিরাট বদল!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement