Missing Youth: সাঁকো পার হতে গিয়ে নদীতে পড়ে গেল যুবক-যুবতী! একজন উদ্ধার হলেও ভেসে গেল অন্যজন

Last Updated:

Missing Youth: সাঁকোটি পার হওয়ার সময় আত্রেয়ী নদীতে পড়ে যায় ওই যুবক ও যুবতী। নদীতে পড়ে চিৎকার করতে থাকেন তাঁরা। তা শুনে এলাকার লোকজন ছুটে এসে দড়ি ফেলে কোনওভাবে মেয়েটিকে পাড়ে তুলতে আনেন

রাতের অন্ধকারে সাংঘাতিক ঘটনা
রাতের অন্ধকারে সাংঘাতিক ঘটনা
দক্ষিণ দিনাজপুর: বাঁশের অস্থায়ী সাঁকো পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তলিয়ে গেল যুবক। শুক্রবার রাতে বালুরঘাট ব্লকের ডাঙা গ্রামপঞ্চায়েতের রঘুনাথপুর এলাকার ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক যুবতী। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বালুরঘাটে এই বাঁশের সাঁকোর উপর দিয়ে কালিকাপুর যাওয়া যায়। সাঁকোটি পার হওয়ার সময় আত্রেয়ী নদীতে পড়ে যায় ওই যুবক ও যুবতী। নদীতে পড়ে চিৎকার করতে থাকেন তাঁরা। তা শুনে এলাকার লোকজন ছুটে এসে দড়ি ফেলে কোনওভাবে মেয়েটিকে পাড়ে তুলতে আনেন। কিন্তু যুবকটিকে রক্ষা করা যায়নি। ততক্ষণ সে জলের স্রোতে ভেসে গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম তন্ময় ঘোষ (২৫)। বাড়ি বালুরঘাট থানার রঘুনাথপুর ট্যাঙ্ক মোড় এলাকায়। কোনরকমে প্রাণে বেঁচে যাওয়া যুবতীর বাড়ি শহরের ১১ নম্বর ওয়ার্ডে। ঘটনার পরই আত্রেয়ী নদীতে নৌকা নামানো হয়। তবে অন্ধকারে উদ্ধারকাজ চালানোয় সমস্যা হয়। ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে লা প্রত্যক্ষদর্শী বিশ্বনাথ ঘোষ বলেন, আমাদের বাঁচাও চিৎকার শুনতে পেয়ে ছুটে যাই। গিয়ে দেখি ছেলেটা আর মেয়েটা হাবুডুবু খাচ্ছে। এরপর একটা ছেলে দড়ি এনে তুলল মেয়েটাকে। তবে ছেলেটাকে তুলতে পারেনি। মেয়েটা শুধুও চিৎকার করে ডাকছে, বলছে বাবাইকে বাঁচাও। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এসে ওই যুবকের সন্ধান শুরু করেছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Missing Youth: সাঁকো পার হতে গিয়ে নদীতে পড়ে গেল যুবক-যুবতী! একজন উদ্ধার হলেও ভেসে গেল অন্যজন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement