Viral Micro Art: এও সম্ভব! ছোট্ট চকের উপরেই খোদাই করা একাধিক মূর্তি, তাক লাগাবে শিল্পকর্ম

Last Updated:

Viral Micro Art: দিনহাটা মহকুমার এক বাসিন্দা বিজন সরকার। পেশাগতভাবে এই ব্যক্তি একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। তবে নেশাগতভাবে তিনি একজন মাইক্রো আর্টিস্ট।

+
এও

এও সম্ভব! ছোট্ট চকের উপরেই খোদাই করা একাধিক মূর্তি, তাক লাগাবে শিল্পকর্ম

দিনহাটা: জেলা কোচবিহারের দিনহাটা মহকুমা। এই দিনহাটা মহকুমার এক বাসিন্দা বিজন সরকার। পেশাগতভাবে এই ব্যক্তি একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। তবে শিক্ষকতার পাশাপাশি তিনি একজন মাইক্রো আর্টিস্ট। অপূর্ব শিল্পকর্মের জন‍্য এলাকায় তিনি যথেষ্ট খ‍্যাতনামা শিল্পী।
কারণ একটাই, তাঁর তৈরি বিভিন্ন মাইক্রো আর্ট বর্তমান সময়ে নজর আকর্ষণ করছে সকলের। এই মাইক্রো আর্টিস্ট শিল্পীর ক্যানভাস হিসেবে উঠে এসেছে চক। ঠিকই ধরেছেন যেই চক দিয়ে স্কুল শিক্ষকেরা পড়াশোনা করান। সেই ক্ষুদ্র চকের মধ্যেই তিনি তাঁর প্রতিভাকে ফুটিয়ে তুলছেন।
advertisement
advertisement
মাইক্রো আর্টিস্ট শিল্পী বিজন সরকার জানান, “এখনও পর্যন্ত তিনি ২৫টির ও অনেক বেশি মডেল তৈরি করেছেন। এবং বহু মডেল তৈরি করার পর বিভিন্ন মানুষকে উপহার দিয়েছেন তিনি। ছোটবেলা থেকেই তাঁর বিভিন্ন মাইক্রো আর্ট তৈরির শখ। সেখান থেকেই এই চকের উপর মাইক্রো আর্ট তৈরি সূত্রপাত। বর্তমান সময়ে তাঁর পেশা ভিন্ন হলেও। নেশা কিন্তু মাইক্রো আর্ট তৈরি করা। বিভিন্ন রকম মনীষীদের মূর্তি এবং ঠাকুর দেবতাদের মূর্তি তিনি অবিকল ফুটিয়ে তুলছেন চকের মধ্যে। আর এই ক্ষুদ্র মাইক্রো আর্ট দেখে সকলেই রীতিমতো অবাক হচ্ছে। অনেকে তো তাঁর কাছে মাইক্রো আর্ট তৈরি করার জন্য যোগাযোগও করছেন।”
advertisement
বিজন সরকার আরও জানান, “শুধুমাত্র কাটার, সূঁচ ও চকের মাধ্যমে তিনি এই মাইক্রো আর্ট গুলি তৈরি করছেন। এক একটি আর্ট তৈরি করতে সময় লাগে আনুমানিক ২ ঘণ্টার মতন। বিভিন্ন রঙের চকের মাধ্যমে এই আর্টগুলি তৈরি করতে খুব একটা বেশি খাটনি করতে হয় না তাঁকে। কিছুদিন আগে তাঁর তৈরি লাল রঙের ক্ষুদ্রাকৃতির রাম মন্দির বেশ ভাইরাল হয়েছিল। বর্তমান সময়ে তিনি চেষ্টায় রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর ক্ষুদ্র প্রতিকৃতি তৈরি করবেন বলে। সেই মর্মে তিনি কাজও শুরু করেছেন ইতিমধ্যে।” বর্তমান সময়ে জেলার এই মাইক্রো আর্টিস্ট শিল্পী কে অনেকেই পছন্দ করছেন।
advertisement
তাঁর তৈরি এই সমস্ত মাইক্রো আর্ট গুলি নেট দুনিয়ায় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ভাইরাল। তবে আগামী দিনও তাঁর তৈরি আরো বহু মডেল সকলের পছন্দ হবে বলে মনে করছেন সকলে।
Sarthak pandit
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Micro Art: এও সম্ভব! ছোট্ট চকের উপরেই খোদাই করা একাধিক মূর্তি, তাক লাগাবে শিল্পকর্ম
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement