জলপাইগুড়িতে বিসর্জন দিতে গিয়ে তলিয়ে গেলেন বহু! মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে

Last Updated:

মালবাজারের মাল নদীতে হঠাৎ হড়পা বানের বলি একাধিক। নদীতে ভেসে গেলেন ৫০-এর বেশি। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এমনটাই জানালেন প্রশাসন। উদ্ধার এখনও পর্যন্ত ৫০।

#জলপাইগুড়ি: দুর্গা প্রতিমা বিসর্জনের সময় মর্মান্তিক দুর্ঘটনা! জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীতে হঠাৎ হড়পা বানের বলি একাধিক। নদীতে ভেসে গেলেন ৫০-এর বেশি। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার এখনও পর্যন্ত ৫০। হাসপাতালে ভর্তি ১১ জন। জানালেন জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বসু।
advertisement
উত্তরের নদীতে বানের ঘটনা সাধারণত ঘটে না। প্রশাসনিক স্তর থেকে কোনও আভাস ছিল কি না, সেটাও স্পষ্ট নয়। তবে শেষ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে উত্তর বঙ্গের বিভিন্ন অংশে। সেই কারণেই এভাবে নদীতে জল ঢুকে পড়ল কী না, সেটাও ভাবার মতো। যে মর্মান্তিক দৃশ্য ক্যামেরায় ধরা পড়ছে, তাতে দেখা যাচ্ছে কার্যত খড়কুটোর মতো ভেসে যাচ্ছেন সাধারণ মানুষ। উৎসবের শেষ বেলায় যা দেখে শিউরে উঠতে হয়।
advertisement
advertisement
প্রশাসন সূত্রে খবর, মালবাজার শহর এবং চা বাগান সংলগ্ন এলাকা থেকে বহু মানুষ মাল নদীতে ভিড় করেন। একাধিক প্রতিমা নিরঞ্জন হচ্ছিল সেখানে। প্রশাসনের তরফে ক্রমাগত মানুষকে সতর্ক করার চেষ্টা করা হচ্ছে। বাড়ি ফেরার অনুরোধ জানানো হচ্ছে মাইকে। এখনও উদ্ধারকার্য চলছে। এখনও অনেক মানুষ নিখোঁজ। এই মুহূর্তে জল খানিক কমে আসার ফলে উদ্ধারকার্য সহজ হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জলপাইগুড়িতে বিসর্জন দিতে গিয়ে তলিয়ে গেলেন বহু! মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement