জলপাইগুড়িতে বিসর্জন দিতে গিয়ে তলিয়ে গেলেন বহু! মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
মালবাজারের মাল নদীতে হঠাৎ হড়পা বানের বলি একাধিক। নদীতে ভেসে গেলেন ৫০-এর বেশি। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এমনটাই জানালেন প্রশাসন। উদ্ধার এখনও পর্যন্ত ৫০।
#জলপাইগুড়ি: দুর্গা প্রতিমা বিসর্জনের সময় মর্মান্তিক দুর্ঘটনা! জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীতে হঠাৎ হড়পা বানের বলি একাধিক। নদীতে ভেসে গেলেন ৫০-এর বেশি। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার এখনও পর্যন্ত ৫০। হাসপাতালে ভর্তি ১১ জন। জানালেন জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বসু।
advertisement
উত্তরের নদীতে বানের ঘটনা সাধারণত ঘটে না। প্রশাসনিক স্তর থেকে কোনও আভাস ছিল কি না, সেটাও স্পষ্ট নয়। তবে শেষ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে উত্তর বঙ্গের বিভিন্ন অংশে। সেই কারণেই এভাবে নদীতে জল ঢুকে পড়ল কী না, সেটাও ভাবার মতো। যে মর্মান্তিক দৃশ্য ক্যামেরায় ধরা পড়ছে, তাতে দেখা যাচ্ছে কার্যত খড়কুটোর মতো ভেসে যাচ্ছেন সাধারণ মানুষ। উৎসবের শেষ বেলায় যা দেখে শিউরে উঠতে হয়।
advertisement
#WATCH | WB: Flash flood hits Mal River in Jalpaiguri during Durga Visarjan; 7 people dead, several feared missing Many people were trapped in river & many washed away. Bodies of 7 people were recovered. NDRF& civil defence deployed; rescue underway: Jalpaiguri SP Debarshi Dutta pic.twitter.com/cRT3nnp7Gz
— ANI (@ANI) October 5, 2022
advertisement
প্রশাসন সূত্রে খবর, মালবাজার শহর এবং চা বাগান সংলগ্ন এলাকা থেকে বহু মানুষ মাল নদীতে ভিড় করেন। একাধিক প্রতিমা নিরঞ্জন হচ্ছিল সেখানে। প্রশাসনের তরফে ক্রমাগত মানুষকে সতর্ক করার চেষ্টা করা হচ্ছে। বাড়ি ফেরার অনুরোধ জানানো হচ্ছে মাইকে। এখনও উদ্ধারকার্য চলছে। এখনও অনেক মানুষ নিখোঁজ। এই মুহূর্তে জল খানিক কমে আসার ফলে উদ্ধারকার্য সহজ হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2022 11:26 PM IST