Heritage Lake: রাজ আমলের দিঘি আজ বেহাল দশায়, ক্ষোভ স্থানীয়দের

Last Updated:

Heritage Lake: দীঘির চেহারা দেখলে যেকোনও মানুষ সহজেই ভয় পেয়ে যাবেন। বর্তমান সময়ে এই দিঘির জল আর ব্যবহারের উপযোগী নেই

+
হেরিটেজ

হেরিটেজ দিঘির বেহাল দশা

কোচবিহার: রাজার আমলে এই শহরে বহু দীঘি খনন করা হয়েছিল। এলাকার সাধারণ মানুষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ কর্মের জন্য এই দীঘি গুলো ব্যবহার করা হত। তবে বর্তমান সময়ে এই দীঘি গুলোর মধ্যে শিববাড়ি দিঘির বেহাল দশা তৈরি হয়েছে। দীর্ঘ প্রায় ১০ থেকে ১২ বছর যাবত এই দিঘিটির কোনও সংস্কারের কাজ হয় না। ফলে দীঘির চেহারা দেখলে যেকোনও মানুষ সহজেই ভয় পেয়ে যাবেন। বর্তমান সময়ে এই দিঘির জল আর ব্যবহারের উপযোগী নেই। দীঘি একেবারে কচুরিপানা ও আগাছায় পূর্ণ হয়ে রয়েছে।
এলাকার এক স্থানীয় বাসিন্দা মীরা তেওয়ারি জানান, দীর্ঘ সময় ধরে এই দীঘিটির বেহাল দশা থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দীঘির আশেপাশে যে সমস্ত বাড়ি রয়েছে তাঁরা সবসময় ভীতির মধ্যে থাকেন। যেকোনো সময় যেকোনো মুহূর্তে কাপ কিংবা অন্যান্য পোকামাকড়ের উপদ্রব দেখা দেয়। এছাড়া সন্ধে নামলে মশার উপদ্রবে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় গোটা এলাকায়। তাই স্থানীয়রা দ্রুত এই দীঘিটিকে সংস্কার করার আর্জি জানাচ্ছেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দীঘিটি সংস্কার করা হয়নি আজও।
advertisement
advertisement
এলাকার আরেক প্রবীন বাসিন্দা প্রেমকুমার শর্মা জানান, দীঘিটি হেরিটেজ দিঘী হলেও এতে মাছ চাষ করা হত ফিশারি ডিপার্টমেন্ট-এর মাধ্যমে। তবে শেষ যে ব্যক্তি এই দীঘিটি নেয়। তাঁর অবহেলার কারণে দীঘিটি আজও বেহাল দশায় পড়ে রয়েছে। আর এতে সমস্যা বাড়ছে স্থানীয় মানুষের। এলাকার আরেক বাসিন্দা বিশ্বজিৎ বনিক জানান, এই দীঘিটির সঙ্গে রাজ আমলের আবেগ জড়িয়ে রয়েছে। তাই জেলা প্রশাসনের উচিত দ্রুত এই দীঘিটিকে সংস্কার করা। তবে এই বিষয় নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও প্রকার উদ্যোগী ভূমিকা দেখতে পাওয়া যায়নি।
advertisement
জেলা প্রশাসনের কর্মকর্তারা এই দীঘিটি সংস্কারের বিষয় নিয়ে কোনও প্রকার মন্তব্য প্রকাশ করতে চাননি। তবে একদিকে যখন গোটা শহরকে হেরিটেজ ঘোষণা করে সাজিয়ে তোলা হচ্ছে। সেখানে রাজ আমলের এই দীঘির বেহাল দশা পর্যটকদের মনে এক বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে।
সার্থক পন্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Heritage Lake: রাজ আমলের দিঘি আজ বেহাল দশায়, ক্ষোভ স্থানীয়দের
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement