#শিলিগুড়ি: চোখের জলে নিহত জওয়ান শঙ্কর ছেত্রীকে বিদায় জানাল গোটা ডুয়ার্স। মণিপুরের ননে জেলায় বৃহস্পতিবার টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণস্থলের কাছে ১০৭ টেরিটোরিয়াল আর্মি ক্যাম্পে ধস নামে। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করে ভারতীয় সেনা, অসম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মি, এসডিআরএফ, এনডিআরএফ বাহিনী। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে রয়েছেন এ'রাজ্যের ১০ জওয়ান। শনিবার সকালে কফিনবন্দি হয়ে রাজ্যে আসে মৃত জওয়ানদের দেহ।
শনিবার, নাগরাকাটার মঙ্গরুপাড়াতে আসে কফিনবন্দি শঙ্কর ছেত্রীর দেহ। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক, কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সেনাবাহিনী গান সেলুট দিয়ে শহিদ শঙ্করকে শেষ শ্রদ্ধা জানান। এরপর মরদেহ মিছিল করে সৎকার করার জন্য জলঢাকা শ্মশানে নিয়ে যাওয়া হয়। শঙ্কর ছেট্রীকেকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ।
শনিবার বিমানে বাগডোগরায় আসে মোট ১১ জনের কফিনবন্দি দেহ। দেহগুলি বাগডোগরার সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। নিহত জওয়ানদের দেহ নিয়ে যেতে সেনাক্যাম্পে উপস্থিত ছিলেন তাঁদের আত্মীয়রা। শনিবারই আত্মীয়দের হাতে জওয়ানদের দেহ তুলে দেওয়ার কথা। সেনা ক্যাম্পে নিহত জওয়ানদের শেষ শ্রদ্ধা জানানো হয়।
নিহতদের মধ্যে রয়েছেন এ রাজ্যের ১০ জওয়ান। তাঁরা হলেন দার্জিলিঙের বাসিন্দা মিলন তামাং, দিনকর থাপা, বেঞ্জামিন, মার্কাস গুরুং, সীতারাম রাই, বিশাল ছেত্রী, বেধিয়ান রাই, ভূপেন রাই, লাডুপ তামাং এবং জলপাইগুড়ির বাসিন্দা শঙ্কর ছেত্রী। এ ছাড়াও রয়েছে সিকিমের বাসিন্দা শেরিং লেপচার দেহও।
Rocky Chaudhuryনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Manipur Landslide