Mamata Banerjee warns Udayan Guha: 'মনে রেখো, এটা কিন্তু দিনহাটা নয়!' উদয়নকে সতর্ক করলেন মমতা, নেত্রীকে কী জবাব তৃণমূল নেতার?

Last Updated:

মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্যে স্বভাবতই কিছুটি অস্বস্তিতে পড়ে যান উদয়ন৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি বলে ফেলেন, 'আমি দুর্মুখ বলেই হয়তো দিদি আমাকে ভয় পাচ্ছেন৷'

উদয়ন গুহকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
উদয়ন গুহকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
কোচবিহারে ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস৷ লোকসভা নির্বাচনে ফের কোচবিহার দখলও করেছে শাসক দল৷ কিন্তু কোচবিহারে দলের নেতা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর জন্যই বার বার বিড়ম্বনায় পড়তে হচ্ছে তৃণমূলকে৷ তার কারণ মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য করে ফেলেন উদয়ন৷ বিরোধী শিবিরকে হুমকি থেকে শুরু করে আরজি কর কাণ্ডের মতো সংবেদনশীল ইস্যুতেও বেঁফাঁস মন্তব্য করে তৃণমূলের মাথাব্যথার কারণ হয়েছেন উদয়ন৷
এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রকাশ্যেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে তাই কিছুটা হলেও সমঝে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিলিগুড়িতে বণিকসভার অনুষ্ঠানে উদয়ন গুহর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মনে রেখো, এটা কিন্তু দিনহাটা নয়৷ মুখ্যমন্ত্রী কী বলতে চাইছেন তা বুঝতে পেরে উদয়নও স্বীকার করে নেন, তিনি দুর্মুখ বলেই দলনেত্রী তাঁকে ভয় পাচ্ছেন৷
উত্তরবঙ্গ সফরে গিয়ে এ দিন শিলিগুড়িতে বণিকসভার প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তাঁদের নানা সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী৷ রাজ্য সরকার উত্তরবঙ্গের জন্য এবং সামগ্রিক ভাবে শিল্প বান্ধব হয়ে ওঠার জন্য কী কী পদক্ষেপ করেছে, তাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ সবশেষে রাজ্যের তিন মন্ত্রী অরূপ বিশ্বাসস মলয় ঘটক এবং উদয়ন গুহকে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে বলেন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
তিন মন্ত্রীর মধ্যে সবার শেষে বক্তব্য রাখেন উদয়নই৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আসন ছেড়ে উঠে মাইক্রোফোনের দিকে এগিয়ে যেতেই মমতা বলেন, ‘মনে রেখো, এটা কিন্তু দিনহাটা হয়৷’
মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্যে স্বভাবতই কিছুটি অস্বস্তিতে পড়ে যান উদয়ন৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি বলে ফেলেন, ‘আমি দুর্মুখ বলেই হয়তো দিদি আমাকে ভয় পাচ্ছেন৷ এ কথা শুনেই মুখ্যমন্ত্রী বলেন, আমি কাউকে ভয় পাই না৷’
advertisement
এর পর কথা আর না বাড়িয়ে উদয়ন বলেন, ‘এখানে সবাই আপনার প্রশংসা করছে৷ সবাই স্বীকার করেছে ব্যবসা করার ক্ষেত্রে কীভাবে আপনি ওনাদের সাহায্য করেছেন৷ কিন্তু এই সাহায্যটা ওনাদের দিক থেকে এলেও ভাল হয়৷  তাহলেই উত্তরবঙ্গের ঠিকঠাক উন্নতি হবে৷’
উদয়নের বক্তব্যের পরে অবশ্য বিষয়টি হাল্কা করে দেন মুখ্যমুন্ত্রীই৷ তিনি বলেন, ‘আজকে সব ইতিবাচক কথা বলেছে৷ ওকে একটা রসগোল্লা খাইয়ে দেও, যাতে আরও মোটা হতে পারে৷’
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee warns Udayan Guha: 'মনে রেখো, এটা কিন্তু দিনহাটা নয়!' উদয়নকে সতর্ক করলেন মমতা, নেত্রীকে কী জবাব তৃণমূল নেতার?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement