Mamata Banerjee: দুয়ারে লোকসভা নির্বাচন! তার আগে ঠাসা কর্মসূচি নিয়ে মাসের শেষেই উত্তরবঙ্গে মমতা
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
জানা গিয়েছে, আগামী ২৮ জানুয়ারি কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবেন তৃণমূলনেত্রী৷ নামবেন, কোচবিহারের হাসিমারায়৷ সেখানে ২৯ জানুয়ারি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ তারপরে সেখান থেকে শিলিগুড়ি পৌঁছে সেখানে যোগ দেবেন পাট্টা প্রদান অনুষ্ঠানে৷
কলকাতা: দুয়ারে দাঁড়িয়ে লোকসভা নির্বাচন৷ রামন্দিরের উদ্বোধনের পরে ইতিমধ্যেই উত্তরপ্রদেশে ভোটের প্রচার শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদি৷ পিছিয়ে নেই তৃণমূলও৷ ভোটের আগে স্ট্র্যাটেজি ঠিক করতে ইতিমধ্যেই জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর মাঝেই চলতি মাস পেরলেই উত্তরবঙ্গ যাচ্ছেন তিনি৷ সূত্রের খবর, সেখানে একাধিক প্রশাসনিক কর্মসূচি থাকলেও, কিছু দলীয় কর্মসূচিতেও যোগ দেবেন তিনি৷
জানা গিয়েছে, আগামী ২৮ জানুয়ারি কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবেন তৃণমূলনেত্রী৷ নামবেন, কোচবিহারের হাসিমারায়৷ সেখানে ২৯ জানুয়ারি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ তারপরে সেখান থেকে শিলিগুড়ি পৌঁছে সেখানে যোগ দেবেন পাট্টা প্রদান অনুষ্ঠানে৷
আরও পড়ুন: বাপ্পাদিত্য দাশগুপ্ত আর দেবরাজ চক্রবর্তী! নিজাম প্যালেসে ডেকে দুই নেতাকেই জিজ্ঞাসাবাদ..হঠাৎ কেন?
৩০ জানুয়ারি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রয়েছে আরও একটি সরকারি অনুষ্ঠান৷ আবার ওইদিনই বালুরঘাটে সরকারি অনুষ্ঠান সেরে, সেখানেই রাত্রিবাস৷
advertisement
advertisement
৩১ জানুয়ারি মালদহে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী৷ ওইদিনই বিকেল ৪টের সময় মুর্শিদাবাদে যাবেন আরও একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে৷ সেখান থেকে ওইদিনই রওনা দিয়ে কৃষ্ণনগর পৌঁছবেন তিনি৷ সেখানেই সেদিন রাত্রিবাস৷ সব কর্মসূচি সেরে ১ ফেব্রুয়ারি কলকাতায় ফিরবেন মমতা৷
ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল শুরু হয়েছিল৷ সেখানে ১৬ এপ্রিল লোকসভা নির্বাচনে দিন মনে করে প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল আধিকারিকদের৷ যদিও পরে কমিশনের তরফে জানানো হয়, এই তারিখটিই স্থির করা হয়নি, এটি ধরে প্রস্তুতি এগনোর কথা ভাবা হচ্ছে৷
advertisement
আরও পড়ুন: ১৬ এপ্রিলই কি শুরু হচ্ছে লোকসভা নির্বাচন? দিল্লির বিজ্ঞপ্তি ঘিরে তুমুল শোরগোল, যা জানাল নির্বাচন কমিশন
আবার, এদিকে, উত্তরবঙ্গ বিজেপি-র শক্তঘাঁটি হিসাবে পরিচিচ৷ তাই, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে হয়ত উত্তরেই বেশি নজর দিতে চাইছেন মমতা৷ বাংলায় বিজেপিকে আটকাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে তৃণমূলের আসন সংখ্যা বাড়াতে হবে এ ব্যাপারে আগেই দলের অভ্যন্তরে নির্দেশ দিয়েছেন দলনেত্রী। লোকসভার মহারণের আগে তাই দল কতোটা প্রস্তুত, সেটা খতিয়ে দেখতে তিনি নিজেই উত্তরবঙ্গে যাচ্ছেন বলেই দাবি ঘনিষ্ঠ মহলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jan 25, 2024 6:35 PM IST










