Mamata Banerjee: জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, আদিবাসীদের হাতে জমির পাট্টাও তুলে দেবেন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
মঙ্গলবার থেকে তিন দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার জলপাইগুড়ি জেলায় সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ, বুধবার বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেবেন উপভোক্তাদের হাতে। জলপাইগুড়ি জেলায় এই সরকারি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উত্তরবঙ্গের সাতটি জেলার চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা ও দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য জমির পাট্টা তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
আজ, বুধবার জলপাইগুড়ি জেলা থেকে উত্তরবঙ্গের সাতটি জেলার চা বাগানের শ্রমিক, আদিবাসীদের জন্য জমির পাট্টা তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের জেলাগুলির জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই উত্তরবঙ্গ এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নমূলক প্রকল্প নিয়ে জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা ও রিপোর্ট নেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি পরিচালনা হচ্ছে তা কেমন পারফরম্যান্স হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তা নিয়ে যেমন আলোচনা করেন তেমনি বাংলার বাড়ি, কর্মশ্রী প্রকল্প নিয়েও বিশেষ রিপোর্ট নেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। আজ, বুধবার জলপাইগুড়ি জেলার এই কর্মসূচির পর আগামিকাল, বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
মঙ্গলবার থেকে তিন দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার জলপাইগুড়ি জেলায় সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। জলপাইগুড়িতে আদিবাসীদের হাতে জমির পাট্টা দেবেন। তা ছাড়া উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, ‘উত্তরকন্যা’ থেকে বেলা ১২টায় মুখ্যমন্ত্রী চলে যাবেন জলপাইগুড়িতে। সেখানে এবিপিসি মাঠে সরকারি সহায়তা প্রদানের কর্মসূচি রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 9:44 AM IST