Mamata Banerjee Giving Relief: মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের বিঁধলেন সুকান্ত মজুমদার, ফটো তোলার জন্য ত্রাণ দিয়েছেন মুখ্যমন্ত্রী তোপ বিজেপি নেতার

Last Updated:

Mamata Banerjee Giving Relief: "শেষ মুহূর্তে তৃণমূলের এই অতিসক্রিয়তার কারণ একটাই, মাননীয়ার মিথ্যাসর্বস্ব 'ফটো সেশন' এবং যে কোনও ভাবে দোষ ঢাকবার অপচেষ্টা।" সোমবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 

উত্তরবঙ্গে নিজের হাতে ত্রাণ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গে নিজের হাতে ত্রাণ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: “শেষ মুহূর্তে তৃণমূলের এই অতিসক্রিয়তার কারণ একটাই, মাননীয়ার মিথ্যাসর্বস্ব ‘ফটো সেশন’ এবং যে কোনওভাবে দোষ ঢাকবার অপচেষ্টা।” সোমবার এক্স বার্তায় এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, “রাজ্য প্রশাসনের চূড়ান্ত অনীহা এবং উদাসীনতার কারণে গত সপ্তাহ থেকে কার্যত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন উত্তরবঙ্গের বন্যা এবং ভূমি ধসের জেরে ক্ষতিগ্রস্ত মানুষজন। এতদিন ধরে দুর্গতদের সহায়তার জন্য প্রশাসনের কোনওরকম হেলদোল ছিল না।’’
তিনি আরও লেখেন, ‘‘কিন্তু যখনই রাজ্যের মুখ্যমন্ত্রী পরিদর্শন করবেন বলে জানা গেছে, তখন থেকেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব ব্যস্ত হয়ে পড়েছে নাগরাকাটা বামনডাঙ্গায় তড়িঘড়ি অস্থায়ী ক্যাম্প নির্মাণে। হাতের নাগালের কাছে থাকলেও এতদিন ধরে ওই অঞ্চলে ক্ষতিগ্রস্ত দুর্গত পরিবারের কাছে প্রশাসন কিংবা শাসকদল পৌঁছায়নি। তাঁদের পরিস্থিতি ক্রমশ করুণ হয়েছে কিন্তু শাসকদলের কেউ পাশে দাঁড়ায়নি।”
advertisement
advertisement
এছাড়া পশ্চিমবঙ্গের মালদহ জেলায় কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানান, খাগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদে রাজ্যের প্রতিটি জেলায় বিজেপি বিক্ষোভ করছে। তিনি বলেন, ‘‘আজ আমরা মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছি। আমাদের দলের সংসদ সদস্য খাগেন মুর্মুর ওপর যেভাবে আক্রমণ হয়েছে, তা রাজ্যের আইন-শৃঙ্খলার চরম অবনতি নির্দেশ করে।’’
advertisement
সুকান্ত মজুমদার আরও বলেন, “এটি শুধু একজন সাংসদের ওপর আক্রমণ নয়, এটি গণতন্ত্রের ওপর আঘাত। রাজ্যে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা শাসন করছে, আর পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে রয়েছে।” তিনি দুর্গাপুরে ঘটা ধর্ষণের ঘটনাকে ‘‘অত্যন্ত ন্যক্কারজনক’ বলে অভিহিত করে বলেন, এই সরকারের কারণে রাজ্যের ‘মান সম্মান সব গেল’। একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । দুর্গাপুরের মতো একটি জায়গায় এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটল, এটা অত্যন্ত লজ্জার। এই রাজ্য সরকারের জন্য পশ্চিমবঙ্গের মান সম্মান সব গেল। নারী সুরক্ষা নিয়ে সরকার বড় বড় কথা বললেও, বাস্তবে তার ছবিটা কী, তা এই ঘটনায় স্পষ্ট।”
advertisement
রাজ্য সরকারের পাশাপাশি সুকান্ত মজুমদার এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি ইঙ্গিত দেন যে, প্রশাসনের গাফিলতির কারণেই দুষ্কৃতীরা এমন সাহস পাচ্ছে। তাঁর মন্তব্যে পুলিশের প্রতি জনগণের আস্থাহীনতার বিষয়টি ফুটে ওঠে। বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি আরও বলেন, সরকার যদি রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়, তবে এই ধরনের নৃশংসতা ঘটতেই থাকবে। তিনি এই ঘটনার দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন,”এখন মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলাদের রাতে বাইরে যাওয়া উচিত নয়। তিনি কি চান, যে সব মহিলা এখন থেকে বোরখা পরে বাড়িতে থাকবেন ?”
advertisement
Susmita Mondal
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee Giving Relief: মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের বিঁধলেন সুকান্ত মজুমদার, ফটো তোলার জন্য ত্রাণ দিয়েছেন মুখ্যমন্ত্রী তোপ বিজেপি নেতার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement