ওলিতে-গলিতে ঘুরে হাওয়া টানছেন মৌসম, দক্ষিণে পাল্লা ভারী ডালুবাবুর দিকেই

Last Updated:

সাধারণত লোকসভা নির্বাচনে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে প্রার্থীদের প্রচার করতে দেখা যায় না৷' গাঁদা ফুলের পাপড়ি চোখে-মুখে৷ মালদহ উত্তরের তৃণমূলপ্রার্থীর বক্তব্য, 'আমার প্রচারের স্ট্র্যাটেজিটা একটু আলাদা৷ আমি একদম ওয়ার্ডে ঘুরেই প্রচার করি৷'

মালদহ: মৌসমকে কোথায় পাওয়া যেতে পারে? কোতুয়ালির বাড়িতে আছেন? ফোনে জনৈক ব্যক্তি প্রশ্নটি শুনে যেন একটু বিরক্তিই হলেন৷ পরিচয় জানার পর বললেন, 'আজ বাদ কাল ভোট৷ এখন কি কোতুয়ালির বাড়িতে বসে থাকার সময় আছে মৌসমের? ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করছেন৷ চলে আসুন ওল্ড মালদহের ১৮ নম্বর ওয়ার্ডে৷ পেয়ে যাবেন৷'
মালদহ শহরে ঘুরে বেড়ানোর জন্য টোটোই ভরসা৷ রাস্তায় গিজগিজ করছে টোটো৷ টোটো করে যাওয়া গেল ১৮ নম্বর ওয়ার্ডে৷ কিন্তু মৌসমের দেখা নেই৷ এক প্রবীণ ব্যক্তি চা খেতে খেতে বললেন, 'একটু আগেই তো এই রাস্তা দিয়ে মিছিল গেল৷' যাই হোক এ দিক সে দিক ঘুরে 'গেছোদাদা'-কে খুঁজে পেতে আর বিশেষ অঙ্ক কষতে হল না৷ পাওয়া গেল ১৩ নম্বর ওয়ার্ডে৷ আপনি মালদহের অতিপরিচিত মুখ৷ সাধারণত লোকসভা নির্বাচনে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে প্রার্থীদের প্রচার করতে দেখা যায় না৷' গাঁদা ফুলের পাপড়ি চোখে-মুখে৷ মালদহ উত্তরের তৃণমূলপ্রার্থীর বক্তব্য, 'আমার প্রচারের স্ট্র্যাটেজিটা একটু আলাদা৷ আমি একদম ওয়ার্ডে ঘুরেই প্রচার করি৷'
advertisement
গনিখান পরিবারের মেয়ে৷ সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ মালদহ উত্তরে দু বারের কংগ্রেস সাংসদ৷ এ বারও জিতবেন, আশাবাদী মৌসম৷ মালদহ উত্তরের মানুষ কী বলছেন ? শঙ্কর রজক নামে এক যুবকের কথায়, 'কিছু বলা যাচ্ছে না দাদা৷ এ বারের ভোটে তৃণমূল, বিজেপি, কংগ্রেসের লড়াই৷ পঞ্চায়েত ভোটে তৃণমূল সাফ করে দিয়েছে৷ কিন্তু লোকসভা আর পঞ্চায়েত তো এক না৷'
advertisement
advertisement
মালদহের কোতুয়ালি ভবন৷ Photo: Siddhartha Sarkar মালদহের কোতুয়ালি ভবন৷ Photo: Siddhartha Sarkar
কোতুয়ালির বাড়ি ফাঁকা৷ মৌসম যখন ওয়ার্ডে ওয়ার্ড ঘুরছেন, মহানন্দার অন্য পাড়ে মালদহ দক্ষিণে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী (ডালু)-কে বিশেষ প্রচারে দেখা যাচ্ছে না৷ মালদহের এক প্রবীণ ব্যক্তি বছর ৭৫-এর মনিরুল ইসলামের কথায়, 'ডালুবাবু এমনিই জিতবেন৷ ওঁর প্রচার লাগে না৷ এখানে কংগ্রেস জিতছেই৷' বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও মালদহ দক্ষিণে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের বার্তা দিয়েছেন৷ যদিও মালদহ দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোয়াজ্জেম হোসেন৷ কম কথা বলেন৷ ও দিকে বিজেপি-র শ্রীরূপা মিত্র৷ তবুও বরকত গনিখান চৌধুরীর 'লেগাসি' অটুট রয়েছে৷ ডালুবাবুর প্লাস পয়েন্ট৷
advertisement
বরকত গনিখান চৌধুরীর জনপ্রিয়তা একই পরিবারে প্রায় সকলেই ব্যবহার করছেন৷ সে ক্ষেত্রে মালদহ উত্তরে কি মৌসমের তৃণমূলে যোগদান সময়োচিত পদক্ষেপ? প্রশ্নটা ঘুরছে মালদ শহরের অলিতে গলিতে৷
মৌসম নিজে আশাবাদি৷ তাঁর কথায়, 'এখন লড়াইটা দিদি বনাম মোদি৷ বিজেপি-কে রুখতে এই মুহূর্তে মমতাদির হাতই লড়াকু হাত৷'
ইংরেজবাজারের মানুষ কিন্তু খুব একটা স্পষ্ট কিছু বলছেন না৷
advertisement
আরও ভিডিও--
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ওলিতে-গলিতে ঘুরে হাওয়া টানছেন মৌসম, দক্ষিণে পাল্লা ভারী ডালুবাবুর দিকেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement