ওলিতে-গলিতে ঘুরে হাওয়া টানছেন মৌসম, দক্ষিণে পাল্লা ভারী ডালুবাবুর দিকেই

Last Updated:

সাধারণত লোকসভা নির্বাচনে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে প্রার্থীদের প্রচার করতে দেখা যায় না৷' গাঁদা ফুলের পাপড়ি চোখে-মুখে৷ মালদহ উত্তরের তৃণমূলপ্রার্থীর বক্তব্য, 'আমার প্রচারের স্ট্র্যাটেজিটা একটু আলাদা৷ আমি একদম ওয়ার্ডে ঘুরেই প্রচার করি৷'

মালদহ: মৌসমকে কোথায় পাওয়া যেতে পারে? কোতুয়ালির বাড়িতে আছেন? ফোনে জনৈক ব্যক্তি প্রশ্নটি শুনে যেন একটু বিরক্তিই হলেন৷ পরিচয় জানার পর বললেন, 'আজ বাদ কাল ভোট৷ এখন কি কোতুয়ালির বাড়িতে বসে থাকার সময় আছে মৌসমের? ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করছেন৷ চলে আসুন ওল্ড মালদহের ১৮ নম্বর ওয়ার্ডে৷ পেয়ে যাবেন৷'
মালদহ শহরে ঘুরে বেড়ানোর জন্য টোটোই ভরসা৷ রাস্তায় গিজগিজ করছে টোটো৷ টোটো করে যাওয়া গেল ১৮ নম্বর ওয়ার্ডে৷ কিন্তু মৌসমের দেখা নেই৷ এক প্রবীণ ব্যক্তি চা খেতে খেতে বললেন, 'একটু আগেই তো এই রাস্তা দিয়ে মিছিল গেল৷' যাই হোক এ দিক সে দিক ঘুরে 'গেছোদাদা'-কে খুঁজে পেতে আর বিশেষ অঙ্ক কষতে হল না৷ পাওয়া গেল ১৩ নম্বর ওয়ার্ডে৷ আপনি মালদহের অতিপরিচিত মুখ৷ সাধারণত লোকসভা নির্বাচনে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে প্রার্থীদের প্রচার করতে দেখা যায় না৷' গাঁদা ফুলের পাপড়ি চোখে-মুখে৷ মালদহ উত্তরের তৃণমূলপ্রার্থীর বক্তব্য, 'আমার প্রচারের স্ট্র্যাটেজিটা একটু আলাদা৷ আমি একদম ওয়ার্ডে ঘুরেই প্রচার করি৷'
advertisement
গনিখান পরিবারের মেয়ে৷ সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ মালদহ উত্তরে দু বারের কংগ্রেস সাংসদ৷ এ বারও জিতবেন, আশাবাদী মৌসম৷ মালদহ উত্তরের মানুষ কী বলছেন ? শঙ্কর রজক নামে এক যুবকের কথায়, 'কিছু বলা যাচ্ছে না দাদা৷ এ বারের ভোটে তৃণমূল, বিজেপি, কংগ্রেসের লড়াই৷ পঞ্চায়েত ভোটে তৃণমূল সাফ করে দিয়েছে৷ কিন্তু লোকসভা আর পঞ্চায়েত তো এক না৷'
advertisement
advertisement
মালদহের কোতুয়ালি ভবন৷ Photo: Siddhartha Sarkar মালদহের কোতুয়ালি ভবন৷ Photo: Siddhartha Sarkar
কোতুয়ালির বাড়ি ফাঁকা৷ মৌসম যখন ওয়ার্ডে ওয়ার্ড ঘুরছেন, মহানন্দার অন্য পাড়ে মালদহ দক্ষিণে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী (ডালু)-কে বিশেষ প্রচারে দেখা যাচ্ছে না৷ মালদহের এক প্রবীণ ব্যক্তি বছর ৭৫-এর মনিরুল ইসলামের কথায়, 'ডালুবাবু এমনিই জিতবেন৷ ওঁর প্রচার লাগে না৷ এখানে কংগ্রেস জিতছেই৷' বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও মালদহ দক্ষিণে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের বার্তা দিয়েছেন৷ যদিও মালদহ দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোয়াজ্জেম হোসেন৷ কম কথা বলেন৷ ও দিকে বিজেপি-র শ্রীরূপা মিত্র৷ তবুও বরকত গনিখান চৌধুরীর 'লেগাসি' অটুট রয়েছে৷ ডালুবাবুর প্লাস পয়েন্ট৷
advertisement
বরকত গনিখান চৌধুরীর জনপ্রিয়তা একই পরিবারে প্রায় সকলেই ব্যবহার করছেন৷ সে ক্ষেত্রে মালদহ উত্তরে কি মৌসমের তৃণমূলে যোগদান সময়োচিত পদক্ষেপ? প্রশ্নটা ঘুরছে মালদ শহরের অলিতে গলিতে৷
মৌসম নিজে আশাবাদি৷ তাঁর কথায়, 'এখন লড়াইটা দিদি বনাম মোদি৷ বিজেপি-কে রুখতে এই মুহূর্তে মমতাদির হাতই লড়াকু হাত৷'
ইংরেজবাজারের মানুষ কিন্তু খুব একটা স্পষ্ট কিছু বলছেন না৷
advertisement
আরও ভিডিও--
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ওলিতে-গলিতে ঘুরে হাওয়া টানছেন মৌসম, দক্ষিণে পাল্লা ভারী ডালুবাবুর দিকেই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement